বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ  বারি’র “কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫” এর উদ্বোধন গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি অপরাধের জড়ালে কোন ছাড় নয় কোনাবাড়ী নছের মার্কেটে গোডাউনের আগুন রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু কাপাসিয়ায় বন খেকোদের হামলায় ঘটনায় আটক ৩ রাজারহাটে কুড়িগ্রাম জেলা প্রশাসক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা   গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) যুগান্তকারী উদ্যোগ,চালু হলো ‘গণপুলিশিং সার্ভিস’ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-তে কর্মশালা অনুষ্ঠিত

স্ত্রীর সাথে অভিমান করে নিজের পুরুষাঙ্গ কর্তন ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

রিয়াজুল হক সাগর, রংপুর / ৩৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের চরম পরিণতিতে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিজের লিঙ্গ কর্তন করে ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।

‎শনিবার (২৬ অক্টোবর) সকালের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ‎আহত মাজেদুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী’র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাজেদ অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নিজের ওপর নিজেই আক্রমণ চালান। মাজেদ প্রথমে ছুরি দিয়ে নিজের লিঙ্গ গোড়া থেকে কর্তন করেন এবং এরপর একই ছুরি দিয়ে নিজের গলায় বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

‎এসময় আহত মাজেদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

‎মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহ থেকেই এমন চরম ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎স্থানীয়রা জানান, মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে হঠাৎ পরিস্থিতি বেপরোয়া হয়ে উঠলে তিনি নিজের উপর এমন ভয়াবহ হামলা চালান।

‎তারা আরো জানান, যুবক মাজেদুল ইসলাম এবং তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বনাবনি হচ্ছিল না। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর আগেও স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হওয়ার মতো ঘটনা ঘটেছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে তাদের পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করে দেন। কিন্তু সেই মীমাংসাও স্থায়ী হয়নি।

‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর