মোঃ নাজমুল হাসান নাজির
রাজশাহীতে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কের উন্নয়নমূলক কাজ চলছে। সেই সাথে পার্কের অভ্যন্তের বৃক্ষ কর্তন করা হচ্ছে। বিষয়টি সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা গেলে তাঁদের বাঁধা প্রদানের ঘটনা ঘটেছে।এমন ঘটনা ঘটে। তথ্য সংগ্রহে গিয়েছিলেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও জনপ্রিয় আইপি টিভি বরেন্দ্র টিভির নিজস্ব প্রতিবেদক মীর তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদের নিজস্ব প্রতিবেদক জাহিদ হাসান সাব্বিরসহ আরও অনেক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পার্কের ১৭৪টি বৃক্ষ কর্তন করা হয়েছে। যার মূল্য জানা গেছে ৫ লক্ষ টাকা। বিস্তারিত তথ্য সংগ্রহ করতে মূলত সাংবাদিকেরা সেখানে গিয়েছিলেন। এবিষয়ে জানতে চাইলে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি জানান, আমরা জানতে পেরেছি রিথিন এন্টারপ্রাইজ এই কাজের ঠিকাদার। আরডিএ’র নির্দেশনা অনুযায়ী পার্কের উন্নয়নমূলক কাজ চলছে। এমন সুখবর গণমাধ্যমে প্রচার করতে তথ্য সংগ্রহে যাওয়া হয়। ভিডিও ফুটেজ নিতে গিয়েই আমাদের সাথে খারাপ ব্যবহার ও তথ্য সংগ্রহে বাঁধা প্রদান করে শফিকুল ইসলাম নামের নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দানকারী এক ব্যক্তি ও ইসলাম নামের দুজন লোক।
এছাড়াও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বলেন আমরা তথ্য সংগ্রহ করতে সেখানে গেলে আমাদের শফিকুল ইসলাম ও ইসলাম নামের দুজন লোক বাধা দিয়ে বলেন এটি সংরক্ষিত এলাকা এখানে আপনাদের প্রবেশ করতে হলে অনুমতি নেওয়া লাগবে। কিন্তু সেখানে কোথাও এরকমটি লেখা ছিল না। আর হাইকোর্টের নির্দেশ সাংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালন এবং তথ্যের জন্য সব স্থানে, সব অফিসে প্রবেশ করতে পারবেন। সংবাদের তথ্যের উৎস কী, সেটি জানতে সাংবাদিকের ওপর চাপ প্রয়োগ করা যাবে না।
এ ঘটনা জানতে পেয়ে ঘটনাস্থলে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন সহ ফোরামের আরও সদস্য উপস্থিত হলে রিথিন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে কর্মরত সেই দুই ব্যাক্তি ঘটনাস্থল থেকে সরে যায়।