বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন তিস্তা ব্যারেজ থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা  কাউনিয়ায় নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার গাকৃবির সাথে ব্র্যাক সিডের চুক্তিপত্র স্বাক্ষরিত কার্যকর সহযোগিতার আহ্বান ভিসির শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ  বারি’র “কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫” এর উদ্বোধন

এলএসটিডি’র উদ্যোগে ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাত ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ অক্টোবর পাবনা জেলার সুজানগর উপজেলায় বিকেলে সুজানগর উপজেলার দুর্গাপুর মধ্যপাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং প্রধান ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোঃ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং প্রকল্প পরিচালক, এলএসটিডি প্রকল্প-ব্রি। অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মোঃ মহি উদ্দিন, পরিচালক (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, সুজানগর, পাবনা, মোঃ সেন্টু রহমান, সাইন্টিফিক অফিসার, ব্রি আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ এবং কৃষক মোঃ রবিউল ইসলাম প্রমুখ। চলতি আমন ২০২৫ মওসুমে সুজানগর উপজেলায় এলএসটিডি প্রকল্পের আওতায় ১ একরের ৭০ টি জাত প্রদর্শনী স্থাপিত হয়েছে।ফসল কর্তন ও মাঠ দিবস জাত: ব্রি ধান১০৩ ।

অর্থায়নে এলএসটি বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট নমুনা ফসল কর্তনে ১ বিঘা (৩৩ শতক) জমিতে ২৬ মণ নতুন জাতের ধান ব্রি ধান১০৩ উৎপাদিত হয়েছে যা প্রচলিত আমন মৌসুমের যেকোন জাতের চেয়ে বেশি ফলন দিতে সক্ষম। জাতটির জীবনকাল ১২৮-১৩৩ হওয়ায় এ অঞ্চলের কৃষকগণ পিঁয়াজ ও সরিষা চাষের ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন। এছাড়া জাতটিতে পোকামাকড় ও রোগের আক্রমণ কম, ফলন বেশি এবং খড় ভালো পাওয়ায় কৃষকরা বেশ খুশি। মাঠ দিবসে ব্রির বিজ্ঞানীগন ধান চাষে সকল ধরনের কলাকৌশল ও সুবিধা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর