মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বানার পাড়া ব্রিজ সংলগ্ন খালে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪৫) এবং একই গ্রামের উকিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪০)।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, আজ রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় ৬ জন মহিলা বানার পাড়া ব্রিজ সংলগ্ন খালের পাড়ের যাতায়াতের রাস্তার কচুরিপানা পরিষ্কার করতে খালে নামেন। এ সময় লিপি আক্তার ও বিলকিস আক্তার পানিতে ডুবে যান।
তাঁদের সঙ্গে থাকা অন্য মহিলারা স্থানীয়দের বিষয়টি জানালে প্রথমে লিপি আক্তারকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে নিখোঁজ বিলকিস আক্তারকে খুঁজে না পেয়ে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল সাড়ে পাঁচটার দিকে খাল থেকে বিলকিস আক্তারের মৃতদেহ উদ্ধার করে।
দুই নারীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।