রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির সমাধান শিগগিরই-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় আব্দুল আউয়াল আরজুর নেতৃত্বে গাইবান্ধায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কয়রায় ৪ দলীয় ফুটবল টুনামেন্টের উদ্ধোধনী ম্যাচে মিনিষ্টার শো রুম চ্যাম্পিয়ন  ভেড়ামারায় ট্রলির নিচে পড়ে যুবকের মৃত্যু ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত  রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ১০ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাজীপুরের শ্রীপুরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি বদ্ধপরিকর: শ্রীপুরে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  কার্তিকের মাঝামাঝি বৃষ্টিতে বিপাকে কুড়িগ্রামের প্রান্তিক জনপদ

গাজীপুরের কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা: সেপ্টেম্বর মাসে ৩১টি মামলা রুজু, সার্বিক পরিস্থিতি সহনীয়

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ

মো : নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামির আমীর হাজী আফতাব উদ্দিন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, পুজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর মিত্র ভজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সমস্যাগুলো নিয়ে মতামত প্রদান করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, গত সেপ্টেম্বর-২০২৫ মাসে কালীগঞ্জ থানায় মোট ৩১টি মামলা রুজু হয়েছে। যার মধ্যে রয়েছে দস্যুতা-১টি, খুন-১টি, ধর্ষণ-১টি, নারী ও শিশু নির্যাতন-১টি, সিঁধেল চুরি-১টি, অন্যান্য চুরি-৩টি, মাদকদ্রব্য-১৪টি এবং অন্যান্য খাতে ১০টি মামলা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিগত মাসসমূহের তুলনায় কালীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসন সর্বদা জিরো টলারেন্স নীতিতে অটল, তেমনি সার্বিক বিষয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে অতন্দ্র প্রহরী। তিনি পুলিশ ও প্রশাসনকে সহযোগিতার আহবান জানান।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফসার এ.টি.এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আমরা সকলে মিলিত হয়ে বাস্তব পরিস্থিতি, কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নসহ কালীগঞ্জের প্রয়োজনীয় উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখা সকল কর্মকর্তা/কর্মচারী/জনপ্রতিনিধিসহ কালীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর