সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরের ৬ আসনের মধ্যে ৪টিতে ধানের শীষের প্রার্থী ঘোষণা বিএনপির ইনফিনিক্স স্মার্টফোন কিনে ট্যাব, ল্যাপটপ, ইলেক্ট্রিক বাইক জেতার সুযোগ সুদ ব্যবসায়ী আইনজীবির করা হয়রানি মুলক ১৫ মামলার গ্যারাকলে ঐশী পরিবার প্রযুক্তির জাদুকর সৈকত: ফেসবুক আইডি উদ্ধার থেকে সাইবার সুরক্ষায় ভরসা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রার বর্ষপূর্তি বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত রুপলাল দাসের মেয়ের বিয়ে নেই কোন আনন্দ গাকৃবির অর্জন ও আগামীর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের ঘোষণা-ভিসির জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য শ্রীপুর পৌরসভায় ঐতিহাসিক পরিবর্তন: ২৫ বছরে যা হয়নি, এক বছরেই দেখালেন প্রশাসক! রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করার জন্য দোয়া চাইলেন পরমাণু শক্তি কমিশন চেয়ারম্যান 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি / ৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ২, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করার জন্য সকলের কাছে দোয়া চাইলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান। শনিবার (১ নভেম্বর) দুপুরে তিনি মোংলার পৌর শহরের বিএলএস মসজিদ দোয়া মাহফিলের মাধ্যমে দোয়া চান এবং বিকেলে উপজেলার টাটিবুনিয়া মন্দির ও সন্ধ্যায় দিগরাজ মন্দিরে গিয়ে সকলে কাছে আশীর্বাদ কামনা করেন।

 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, কাজও চলছে পুরোদমে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল ইউনিট সমানভাবে উৎপাদনে যাবে। তাই সবাইকে বলবো-দোয়া করেন, যাতে আমরা এটা ঠিক মতো করতে পারি। সুন্দর ও সঠিক ভাবে যদি কাজ সম্পন্ন হয়, তা হলে দুই ইউনিট মিলে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। যা দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

 

 

এর আগে সকালে মোংলায় পৌছালে সরকারের এ কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানানা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেরা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম, গোলাম নুর জনি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, মিঠাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও খানজাহানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১৬ সালে শুরু হওয়া দেশের এ মেগা প্রকল্পের কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এখনও চলছে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেষ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর