সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ইনফিনিক্স স্মার্টফোন কিনে ট্যাব, ল্যাপটপ, ইলেক্ট্রিক বাইক জেতার সুযোগ সুদ ব্যবসায়ী আইনজীবির করা হয়রানি মুলক ১৫ মামলার গ্যারাকলে ঐশী পরিবার প্রযুক্তির জাদুকর সৈকত: ফেসবুক আইডি উদ্ধার থেকে সাইবার সুরক্ষায় ভরসা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রার বর্ষপূর্তি বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত রুপলাল দাসের মেয়ের বিয়ে নেই কোন আনন্দ গাকৃবির অর্জন ও আগামীর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের ঘোষণা-ভিসির জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য শ্রীপুর পৌরসভায় ঐতিহাসিক পরিবর্তন: ২৫ বছরে যা হয়নি, এক বছরেই দেখালেন প্রশাসক! রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন গাজীপুর-৩ আসনে আক্তারুল আলম মাস্টারের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

নির্বাচন বানচালকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে -অধ্যাপক শহিদুল ইসলাম 

মাহমুদুল হাসান / ১১ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ২, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ

মাহমুদুল হাসান

 

কুষ্টিয়ার ২- (ভেড়ামারা মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি’র দলীয় কার্যক্রমকে গতিশীল, নেতা-কর্মীদের মধ্যে ঐক্য, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রচারণা, তরুণ সমাজের মধ্যে ধানের শীষের ভোটার সৃষ্টি করা ও বিএনপি’র উপর সাধারণ মানুষের আস্থা এবং জনপ্রিয়তা বৃদ্ধিতে ধারাবাহিক অংশ হিসেবে রবিবার বিকেল চারটার সময় ভেড়ামারা উপজেলার লালন শাহ ব্রীজ থেকে ১২ মাইল মোড় পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী নিয়ে ধানের শীষের পক্ষে পথসভা করেন তিনি তার বক্তব্য বলেন, ১৮ই ফেব্রুয়ারি এই নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী জামাত কাজ করছে। কারণ P R পদ্ধতি ভারতে বসে শেখ হাসিনার পরিকল্পনা আওয়ামী জামাত পালন করছে। ১৯৮৬ সালে যেমন আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঐক্য হয়েছিল আবার এখন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থেকে যে নির্বাচন করেছে এটা ষড়যন্ত্রের আলামত। আজকে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে P R ও হা ভোটের নামে ষড়যন্ত্র করছে। ১৮ ফেব্রুয়ারি নির্বাচনকে নকশাত করার জন্য তারা কাজ করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে যে ষড়যন্ত্র হোক না কেন কে রুখে দিতে হবে এবং দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। অধ্যাপক শহিদুল ইসলাম বলেন আমার প্রিয় নেতা তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছে দলকে ঐক্যবদ্ধ করেন। ইনশাআল্লাহ যে ষড়যন্ত্রে আসুক না কেন আওয়ামী জামাতের চক্রান্তকে রুখে দিতে হবে। আমরা নির্বাচন আদায় করবো এবং নির্বাচনে বিএনপি জয়ী হবে।

 

কুষ্টিয়া ২ (মিরপুর ভেড়ামারা) আসনের তিন তিনবার বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আমার কাছে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে হেরেছে, জামায়াত প্রার্থী বিপুল ভোটে হেরেছে, জাসদের প্রার্থীর বিপুল ভোটে হেরেছে। আমার জনগণের প্রতি আস্থা আছে। আমার প্রাণ প্রিয় নেতা তারেক রহমান এই জনপ্রিয়তা যাচাই করে সংগঠনের সঙ্গে কথা বলে সংগঠনের নেতা কর্মীর মতামত নিয়ে নোমিনেশন দিবেন। আমি বিশ্বাস করি ধানের শীষের নমিনেশন আমাকে দিলে বিপুল ভোটে বিজয়ী হবো। বক্তব্য রাখেন বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক নাজির মন্ডল, বাহিরচর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহুরুল হক বিজলী মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রোকন, বাহিরচর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক সরদার, বাহিরচর ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ আলী মেম্বার, সদস্য সচিব শরীয়ত প্রমুখ। এই পথ সভায় বিএনপি অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর