বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন তিস্তা ব্যারেজ থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা  কাউনিয়ায় নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার গাকৃবির সাথে ব্র্যাক সিডের চুক্তিপত্র স্বাক্ষরিত কার্যকর সহযোগিতার আহ্বান ভিসির শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদ  বারি’র “কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫” এর উদ্বোধন

গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি অপরাধের জড়ালে কোন ছাড় নয়

স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ৫, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার গাজীপুর

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ান, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়ালে কোন ছাড় নয়।

৫নভেম্বর বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুর একটি শিল্পনগরী,এখানে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে, মাদকেরও ব্যাপকতা রয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সফলতা নির্ভর করে সমন্বিত প্রচেষ্টার ওপর। জনগণ, প্রার্থী, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী,সবাই যদি একসঙ্গে কাজ করে, তাহলে কোনো বাধাই টিকবে না।

গাজীপুরে পুলিশের ঘাটতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি সত্য, এখানে পুলিশের সংখ্যা কম। তবে ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে এবং নির্বাচন সামনে রেখে আরও সদস্য যোগ করা হবে।

জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, জামিন আদালত দিয়েছে, এটি আমাদের এখতিয়ার নয়। কিন্তু জামিন পাওয়ার পর কেউ যদি কোনো অপরাধে জড়ায়, তাহলে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হবে।

গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আপনাদের লেখালেখির কারণেই গুজব অনেক কমেছে।

পার্শ্ববর্তী দেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে। আমরা তা প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা নেব। এজন্য গণমাধ্যমের সহযোগিতা চাই।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. নাফিসা আরেফিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, গাজীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর