মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত মহান বিজয় দিবসে শহীদের প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের শ্রদ্ধা নিবেদন কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত  সাভার স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

ডুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর রোববার বা’দ যোহর শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে রাত ৯:০০ ঘটিকায় অনলাইন প্লাটফর্মে দিবসটি উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা এবং যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদেরসহ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘নতুন এই বাংলাদেশের অগ্রযাগ্রায় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার লক্ষ্যে শহিদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে সকল ভেদাভেদ ভুলে দেশকে বিশ্বের প্রথম সারির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে এক কাতারে এসে কাজ করতে হবে।’তিনি আরও বলেন, ‘জ্ঞাননির্ভর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তিকে মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও পঞ্চম শিল্পবিপ্লবের জন্য প্রস্তুতি নিয়ে মেধাভিত্তিক, ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার সাথে সাথে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণা ও প্রকাশনাসহ সকল ক্ষেত্রে ডুয়েটকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার শহিদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস তুলে ধরে বলেন, ‘জাতিকে মেধাশুন্য করার লক্ষ্যেই এই ঘৃণিত হত্যাকাণ্ড চালানো হয়। ১৯৭১ সালের সকল শহিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ছাত্র-জনতাসহ সকলের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে নতুন এই বাংলাদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেকের অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যেতে হবে।’উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর