আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন ।শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক সদস্য শাহজাহান সজল তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“মহান বিজয় দিবসের এই গৌরবোজ্জ্বল মুহূর্তে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সেইসব অকুতোভয় বীর শহীদদের, যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাঁদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করছি।”
তিনি আরও বলেন,“দেশের স্বাধীনতা অর্জনে যেসব মা-বোন অকল্পনীয় ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম। তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
বাণীতে তিনি উল্লেখ করেন,
“১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ডাকে সাড়া দিয়ে এ দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে আনেন আমাদের বিজয়। তাই ১৬ ডিসেম্বর আমাদের জাতির জন্য এক গর্বিত, ঐতিহাসিক ও মহিমান্বিত দিন।”
“শোষণ-বঞ্চনামুক্ত, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই এ দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, জনগণের মৌলিক ও মানবাধিকার খর্ব করা হয়েছে।”“১৯৭১ সালে দেশ শত্রুমুক্ত হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তির চক্রান্ত আজও অব্যাহত রয়েছে। আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় দোসররা নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত।”
“মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করি। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তোলাই হোক আজকের অঙ্গীকার।”মহান বিজয় দিবসে তিনি দেশবাসীর প্রতি ঐক্য, সংগ্রাম ও গণতন্ত্র রক্ষার এই আহ্বান জানান।