আবু সাঈদ গাজীপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব, গাজীপুর জেলা যুবদলের সদস্য এবং সাবেক ছাত্রনেতা আবু তাহের প্রধান।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরদের স্মরণ করেন। তিনি বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী মা-বোনদের প্রতি সশ্রদ্ধ সালাম জানান।
আবু তাহের প্রধান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধে এদেশের অকুতোভয় মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করেন। তাই ১৬ ডিসেম্বর আমাদের গর্বিত ও মহিমান্বিত বিজয় দিবস। তিনি এদিনে সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিবাদন জানান।
তিনি আরও বলেন, শোষণ-বঞ্চনামুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই এদেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তবে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে এবং জনগণের মৌলিক ও মানবিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। শত্রুমুক্ত হলেও দেশ আজও দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের মুখোমুখি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় দোসররা নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।