নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিপুল উৎসাহ উদ্দীপনায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে নগর ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নগর ভবনের সামনে থেকে একটি বিজয় র্যালী বের হয়ে গাজীপুর কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এরপর মহান বিজয় দিবসের ৫৪ বছর উদযাপনে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। এসময় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিন আল পারভেজ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, প্রকৌশলী এ. কে. এম. হারুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ ইব্রাহিম খলিল, নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ লেহাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ, কর নির্ধারণ কর্মকর্তা মোহাম্মদ আতাউর রসুল ভূইয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সুমনা শারমিনসহ গাজীপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।