মাহফুজুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার
শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, মোঃ জসিম উদ্দিন দুলদুলের সভাপতিত্বে এবং মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহাজ উদ্দিন সরকার, আহ্বায়ক, ১ নং মাওনা ইউনিয়ন বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এবিএম হাসান, সাবেক সভাপতি, মাওনা ইউনিয়ন বিএনপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম মাস্টার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জুলহাস উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, গাজীপুর জেলা। এছাড়াও ‘আলোকিত মানুষ’ হিসেবে উপস্থিত ছিলেন জনাব তোফাজ্জল হোসেন, এমডি, আজীরন পোল্ট্রি ফিড এবং মোঃ সাঈদ চৌধুরী, কলামিস্ট ও রসায়নবিদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সারাদিনব্যাপী নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবসকে ঘিরে পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।