মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি  / ৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি 

 

বগুড়ার শেরপুরে ৩১ বার তোপধ্বনি, কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা ঘটে। এরপর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৯টায় শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

দিবসের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ খান। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

 

এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় ১২টি স্টলে স্থানীয় কারুশিল্প ও বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। পাশাপাশি শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 

অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসক্লাব, স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর