প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজ ৩ ফেব্রুয়ারি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ” ধর্মপাশা প্রেসক্লাব থেকে সাংবাদিক মিটু মিয়াকে বহিস্কার এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মধ্যনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মিঠু মিয়া এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জরিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পৃন মিথ্যা ভুয়া বানোয়াট ও উদ্দেশ্য প্রণিদিত।
সংবাদে উলেক্ষ করা হয় যে, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার দায়ে তাকে প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে এবং প্রতারনার মাধ্যমে একাধিক নারীকে বিয়ে করা, সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস আদালতে দালালী ও তদবির করে এলাকার সাধারন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, অন্যান্য সাংবিকদের প্রকাশিত সংবাদ কপি করে নিজের পত্রিকায় প্রকাশ করাসহ আমি ওই ধরনের কোন কার্যক্রমের সাথে সুম্পৃক্তা নয়, এমন কি আমি ওই মেয়কে গত ২৭
শে অক্টোবর নোটারী পাবলিক ও কাজি অফিসে তালাকনামা রেজিষ্টেন করে তাকে ডির্ভোস দেওয়া হয়েছে। এমন কি আমি কোন দালাল নয় এবং আমি কারো কাছথেকে প্রতারণা মাধ্যমে টাকা হাতিয়ে নেই নাই। আমার সুনাম নষ্ট করার জন্য এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. মিঠু মিয়া
ধর্মপাশা, সুনামগঞ্জ।