শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবক নাসির পালোয়ান হত্যা মামলায় আসামি রাব্বি গ্রেফতার মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হওয়া অপরিহার্য- ডুয়েট উপাচার্য টঙ্গীতে ট্রাকের ধাক্কায় পুলিশ বক্সের ক্ষতি আহত ২,পুলিশ সদস্য  তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা

রাজশাহীতে অবৈধভাবে চলছে পুকুর ভরাট

রিপোর্টারের নাম / ১৫৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩, ৯:২৭ পূর্বাহ্ণ

 

লিয়াকত হোসেন রাজশাহী:

 

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ- আরডিএ’র তেমন কোনো তৎপরতা না থাকার কারনে নগরীতে একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরডিএ’র কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

রাজশাহী মহানগরীতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে চলছে পুকুর ও জলাশয় ভরাটের কাজ।

সরে জমিনে, রাজশাহী মহানগরীর নওদাপাড়া জিয়া পার্ক সংলগ্ন রাসিকের নার্সারির বেড়া ভেঙ্গে পুকুর ভরাটের কাজ করতে দেখা যায়।

এলাকাবাসীর ভাষ্যমতে এ কাজ করছে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহাদাত আলী শাহুর নাম ভাঙিয়ে শাহিন মৃধা, এ ওয়ার্ডের প্রত্যেকটা পুকুর ভরাট করে আসছে এ চক্রটি । নগরীর নওদাপাড়া বাগান পাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে এই
শাহিন মৃধা।

গত ৭ ফেব্রুয়ারী ডা. এনামুক হকের ১৪৫ ধারা জারিকৃত সম্পত্তিতে ১০ টি ড্রামট্রাক দিয়ে ভরাটের কাজ চালাচ্ছিলেন সাহিন একাধিক সুত্র নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শাহিন মৃধা সকল বিষয় অস্বীকার করে বলেন আমি এ ভরাট কাজের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নায়।

 

নগরীর ১৭ নং ওয়ার্ডের একে একে সবগুলো পুকুর ভরাট হওয়ায় হতাশা প্রকাশ করছেন পরিবেশবিদ ও এলাকার স্থানীয় বাসিন্দারা বছর খানেক আগে এ ওয়ার্ডে ৫০টির ও অধিক পুকুর ছিল এখন তা নেমে এসেছে ২০ টির মত।

এলাকাবাসীর অভিযোগ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা ও ভূমি অফিসের সাথে যোগসাজশ করে জমির মালিকরা অবৈধ এই কাজটি বৈধ করছে।

সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জলাশয় ও পুকুরগুলো ভরাট হয়ে গেলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, ‘পুকুর ভরাটের কারণে জলজ প্রাণী ও উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। সারফেস ওয়াটারের স্বল্পতা দেখা দিচ্ছে।’

 

নগর পরিকল্পনাবিদ আজমেরী আফসারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ- আরডিএ’র চেয়ারম্যান জিয়াউল হক (যুগ্ম সচিব) বলেন,আমি নতুন জয়েন করেছি এরকম ঘটনা ঘটে থাকলে পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা নেয়া হবে।
জলাশয় আইনে সব ধরনের পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ থাকলেও এ নিয়ম মানছেন না কেউই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর