শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি প্রতিবাদে কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল পলাশবাড়ির সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেডের দাবিতে বিক্ষোভ সমাবেশ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের একই পরিবারের ৪ জন নিহত  গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে- ডুয়েট উপাচার্য জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শ্রীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরকিয়াসহ ১২ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে 

রিপোর্টারের নাম / ৫২৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

 

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে সিঙ্গারদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান এর বিরুদ্ধে পরকিয়া ও চাকুরী দেওয়ার সময় ঘোষ নেওয়ার অভিযোগ রয়েছে । অভিযোগের উপর ভিত্তিতে আজ (২৩ মে ) বিদ্যালয়ের যাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি । হাজিরা খাতায় স্বাক্ষর আছে । সুরুজ্জামানের সাথে মোঠোফেনে কথা বললে তিনি বলেন আমার উপর আনিত অভিযোগ মিথ্যা, আমার চরিত্রে কলঙ্কের ছাপ লাগানোর জন্য এক শ্রেণীর লোক অপপ্রচার চালাচ্ছে । ঘোষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সঠিক নিয়মের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে,কোন প্রকার আর্থিক লেনদেন হয়নি ।

 

 

মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্ৰামের মোবারক হোসেন গত সোমবার (২০ মে) শ্রীপুর থানায় তার স্ত্রী’সহ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরকিয়া ও ১২ লাখ টাকা ঘুষ নেয়ার বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর স্ত্রী বিউটি আক্তার স্বামী মোবারক হোসেনকে ভয় দেখিয়ে অভিযোগ তুলে আনতে বাধ্য করে ।

 

এসব বিষয়ে ভুক্তভোগী মোবারক হোসেন বলেন,আমি জমি বিক্রিয় ও ঋণ করে চাকুরীর জন্য ১২(বার) লক্ষ টাকা দেই । চাকুরী হওয়ার পর থেকে স্কুলের প্রধান শিক্ষক সুরুজ্জামানের সাথে পরকিয়ায়  লিপ্ত হন বিউটি আক্তার । তিনি আরও বলেন আমার স্ত্রী সুরুজ্জামান এর সাথে কথা বলা ছাড়া থাকতে পারে না । গর্ভের সন্তান কার এ বিষয়ে জানতে চাই । 

 

অভিযোগের ভিত্তিতে ভিউটি আক্তার এর বাবার বাড়ি মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গেলে বাড়িতে পাওয়া যায়নি । বিউটি আক্তারের মা বলেন সে তো বাড়িতে নেই সকালে হাসপাতালে গেছে ।

 

অপরদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনা জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । 

 

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরফুল আলম বলেন স্যার স্কুল আসার পর হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয়ের কাজে শ্রীপুর চলে গেছে । আমার উপর স্কুলের সকল দ্বায়িত্ব দিয়ে গেছে । তিনি আরও বলেন আমরা তো তেমন কিছু জানি না তবে বাহিরের অনেকেই আলোচনা করছে । বিউটি আক্তার বিগত কয়েকদিন যাবৎ স্কুলে আসে না বরং ছুটির দরখাস্তোও দেয়নি ।

 

 

 

ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

এ ঘটনায় অভিযোগের তদন্তকারী শ্রীপুর থানার কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন ওই লিখিত অভিযোগটি এখনও হাতে পাইনি, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এবিষয়ে শ্রীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সাথে মোঠোফেনে কথা বললে তিনি বলেন আমি কিছু জানি না তাই কোন মন্তব্য করতে চাই না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর