মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার তালতলা মাইলপোস্ট রেল ক্রসিং এলাকা থেকে বসন্ত দেবনাথ (৬০) নামের এক ব্যক্তির ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
১০ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে এ মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত বসন্ত দেবনাথ উপজেলার একতারপুর গ্রামের মৃত আহ্লাদ দেবনাথের পুত্র।
ফায়ার সার্ভিস সদস্যরা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, সকাল আনুমানিক ৬.০০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মাইলপোস্ট রেলক্রসিং এলাকা থেকে ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করেছে। রেলপুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখবে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিজানুর রহমান রলেন, সকাল সাড়ে ৬.০০ টায় তালতলা মাইলপোস্ট রেল ক্রসিং এলাকা থেকে
বসন্ত দেবনাথ নামের একজনের ট্রেনে কাটা মৃতদের উদ্ধার করার সংবাদ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান।