রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুৎসা রটিয়ে অশ্লীল শ্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না ডাঃ বাচ্চু গাজীপুরের শ্রীপুর পৌর ১,২,৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত হলো এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর সম্মেলন কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাপাসিয়ায় সমাবেশে যাওয়া জামায়াত নেতাকর্মীদের তালিকা করার হুৃমকি দিলেন বিএনপির এক নেতা রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ  কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

মনোহরদীতে তরুণ প্রজন্মকে মাদকের বিষয়ে সচেতন করতে সাইকেল শোভাযাত্রা

রিপোর্টারের নাম / ৯৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ণ

সাইফুর নিশাদ নরসিংদী প্রতিনিধি 

 

তামাক ও মাদক মুক্ত থাকুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’ এই শ্লোগানে নরসিংদীর মনোহরদীতে তামাক, মাদক ও সন্ত্রাস বিরোধী সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে মনোহরদী সরকারী কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাইকেল শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

 

তরুণ প্রজন্মকে মাদকের বিষয়ে সচেতন করতে ব্যতিক্রম এই উদ্যোগ নেয় মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গণি, ধামরাই পৌরসভার মেয়র মো. গোলাম কবির, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, সিংগাইর পৌর মেয়র ফেরদৌস আহমেদ,  ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ তুষার, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. আঃ রউফ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় প্রমুখ।

 

 

মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, ‘বর্তমানে মাদকাসক্তি সব বয়সী ও সকল শ্রেণিপেশার মানুষের মাঝেই লক্ষ্য করা যাচ্ছে। আর এর মাঝে তরুণ প্রজন্মের সংখ্যা সবচেয়ে বেশি। তাই তরুণ প্রজন্মের মাঝে মাদক বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পৌরসভার উদ্যোগে সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’

 

 

তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে হবে। পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর