ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর প্রেসক্লাবের সদস্য ও অনলাই সময়ের সংলাপ নিউজ পোর্টালের বিষেশ প্রতিনিধি এম এ মান্নানকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার দায়ে তাকে প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে প্রেসক্লাবের জরুরী এক সভায় সর্ব সম্মতিক্রমে তাকে বহিস্কারের এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সাংবাদিক এম এ মান্নানের বিরুদ্ধে সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত থাকাসহ অগণিত অভিযোগের ভিত্তিতেই প্রেসক্লাবের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজকের পর থেকে এম এ মান্নন মধ্যনগর প্রেসক্লাবের সদস্য হিসেবে নিজেকে আর পরিচয় দিতে পারবেননা। এমনকি তার কোনো ধরনের অপকর্মের দায় প্রেসক্লাব গ্রহণ করবে না।
প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কুতুব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্টিত জরুরী এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের
সাধারন সম্পাদক মো. মিঠু মিয়া, সদস্য সাংবাদিক মো.ইসহাক মিয়া, এম এম, এ রেজা পহেল, নূর রহমান তুষার, বিদ্যুত কান্তি সরকার, আব্দুর রব সজল, আরিফ খান, শাখিন শাহ, আকিকনুর খান পাঠান, মো. সোহান মিয়া, অনুপ তালুকদার, শান্ত তালুকাদার কৃপেশ চন্দ্র রিংকু, জুঁই রানি তালুকদার প্রমূখ।