সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আফিয়া বেগম যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে যোগদানকালে নরসিংপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা,স্থানীয় নেতৃবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ নভেম্বর নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমরু মিয়া মৃত্যু বরণ করায় গত ২ বছর যাবত প্রধান শিক্ষকের পদটি খালি ছিল। স্কুলের সহকারী প্রধান শিক্ষক আয়েশা বেগম এই সময়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
নতুন প্রধান শিক্ষক আফিয়া বেগম এর আগে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূরান বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগাদানের আগে ২০০৩-২০১৮ সাল পর্যন্ত তিনি নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে চাকরিরত ছিলেন।এছাড়াও আফিয়া বেগম শিক্ষকতা পেশায় অনবদ্য অবদানের জন্য বিভিন্ন সংস্থা কর্তৃক নানা পুরষ্কারে ভূষিত হন।
যোগদান অনুষ্ঠানে নরসিংপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও মন্তাজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ইউনিয়ন প্রতিনিধি ও শ্যামারগাঁও সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম মুহিবুর রহমান,সোনাপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, সারপিন পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশ্রাফ আলী,নরসিংপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (সাবেক ভারপ্রাপ্ত) আয়েশা বেগম,আজিজুর রহমান,নাজমা আক্তার,হাছিনা কাওক্বাব,রাহিমা বেগম,রাজনা বেগম,ইউপি সদস্য সাজ্জাদুর রহমান,বিদ্যালয়ের ভূমি দাতার ছেলে -ইউকে প্রবাসী শাহ আলম,ফখরুল ইসলাম, জিয়াউর রহমান,মুহিবুর রহমান,সাংবাদিক সোহেল মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।