নিজস্ব সংবাদদাতা:
গত বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে শিশু বলাৎকারের ঘটনা ঘটে।এ ঘটনায় আলামিন ফকির (১৯) কে অভিযুক্ত করা হয়েছে ।অভিযুক্ত আলামিন ফকির(১৯) নিজমাওনা গ্রামের আজিজ ফকিরের ছেলে গভীর বনে খেজুরের রস খাওয়ানোর কথা বলে বলাৎকার করে । এ বিষয়ে ভোক্তভোগীর পরীবারের সদস্যরা অভিযুক্ত আল আমিনের পিতা মাতাকে জানালে তারা ছেলেকে শাসন না করে উল্টো ভোক্তভোগীর পরিবারের সদস্যদের হুমকি দেয় । ভোক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ায় একই গ্ৰামের মোস্তাফিজুর ফকিরের ছেলে আজিজ ফকির (৪০), আজিজ ফকিরের স্ত্রী আনু বেগম (৩৭) দ্বয়েকে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ।
শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।।শিশুটির মা জানান,ওইদিন বিকেলে বন্ধুদের সঙ্গে রাস্তায় খেলতেছিল।অভিযুক্তরা খেজুরের রস খাওয়ার কথা বলে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে পালাক্রমে বলাৎকার করে।রক্তক্ষরণ হলে পাতা দিয়ে মুছে বাড়িতে এসে তার দাদীকে জানায়।ওইদিন সারারাত ছেলেটা ব্যাথায় ছটফট করতেছিল।আজ ১২ জানুয়ারি পুলিশের সঙ্গে গাজীপুর কোর্টে গিয়েছে।
এ বিষয়ে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসককে একাধিক বার ফোন দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায় নি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,এ বিষয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।