মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ-
শুরু হলো ভাষার মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ অমর একুশে বইমেলা। বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত পুরোমাঠ। প্রতিবারের ন্যায় এবারও ভাষার মাসে মহান একুশে বইমেলা উদযাপন হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর তুষভান্ডার রমণীমোহন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে।
রবিবার (২০ ফেব্রুয়ারি ২০২৩ইং) বিকাল ৩ টায়
তুষভান্ডার পাবলিক লাইব্রেরীর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর তুষভান্ডার রমণীমোহন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বই মেলার শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি নুরুজ্জামান আহমেদ,মাননীয় মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রধান আলোচক মোহাম্মদ উল্লাহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও বিশেষ অতিথি হিসেবে থাকেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বই লোকজ ও শিশু ঐতিহ্যবাহী মেলাটি চলবে ২৮ই ফেব্রুয়ারি পযন্ত। দিনভর মেলায় থাকছে মহান ভাষা আন্দোলনের স্মরণে নানা আয়োজন। মেলার মূল আয়োজনে দেশি-প্রবাসী বিভিন্ন লেখকের বই নিয়ে বসবে নানা বইয়ের স্টল। এ ছাড়া থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃতি ও কুইজ প্রতিযোগিতা।