মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :
যশোরের অভয়নগরে অর্কিড মার্কেটিং কোম্পানী নামের একটি ভুয়া প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ১২৩জনের কাজ থেকে ১,৫৭০/= টাকা হারে জামানত গ্রহণ করে তাদেরকে নিয়োগ দিয়ে দুই মাস কাজ করিয়ে তাদের বেতনভাতা না দিয়ে কোম্পনিটি লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শতাধিক নারী ও পুরুষ চাকুরিরত যুবক-যুবতীরা নওয়াপাড়ার ক্লিনিকপাড়ার মহলদার ভবনে অবস্থিত অর্কিড মার্কেটিং অফিসের সামনে দাঁড়িয়ে আহাজারি করে জানান, এই ভুয়া কোম্পানির চেয়ারম্যান পরিচয়দানকারী মো. মাহবুবুর রহমান নামের ব্যক্তিটি আমাদের ১২৩জনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর আমাদের সাথে প্রতারণা করেছে। তাছাড়া দুই মাস কাজ করিয়ে আমাদের বেতনভাতা না দিয়ে অফিস বন্ধ করে পালিয়েছে। কোম্পানিতে চাকুরি করা খুলনার জেনারেল ম্যানেজার মো. মেহেদী হাসান মোবাইল ফোনে জানান, বিষয়টি নিয়ে আমি থানায় মামলা করতে এসেছি।
সরেজমিনে অফিসটিতে গিয়ে দেখা যায়, অফিসটি তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। অর্কিড মার্কেটিং কোম্পানির চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল ফোন ০১৯৩৫-৮২৫০৮১ ও ০১৭৮০-৩৫০২২৩ নম্বরটি বন্ধ পাওয়া যায়। অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।