মোংলা প্রতিনিধি
মোংলার চাঁদপাই হযরত মেছেরসাহ্ (রঃ) এর মাজার এর নিরাপত্তার সার্থে ও বাৎসরিক (উরশ) মেলা উপলক্ষে পি.ডি.এম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান দিপঙ্কর মৃধা (দিপু) সিসি ক্যামেরা প্রদান করেছেন। উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. দুলাল ফকির এর মধ্যস্থতায় স্থাপন করা হয় এ ক্যামেরা। দিপু মৃধার এ কর্মকান্ডের ভূয়সী প্রসাংসা করে এলাকাবাসীরা বলেন, দিনমজুর, রিকশা-ভ্যান চালক অসহায়, হতদরিদ্র ছিন্নমূল মানুষ সহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের সহায়তা করে আসছে আমেরিকা প্রবাসী, সমাজ সেবক দিপংকর মৃধা (দিপু)। পি,ডি,এম ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময় অসহায় দরিদ্রদের সাহায্য করেছে পি,ডি,এম ফাউন্ডেশন। ২০২০ সালে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে মোংলা সহ পার্শবর্তি উপজেলাতে খাদ্য সামগ্রী সহ স্বাস্থ্য সামগ্রী প্রদান এবং মোংলার বিভিন্ন অঞ্চলের হত দরিদ্র মানুষের মাঝে নগত অর্থ দেয় পি,ডি,এম ফাউন্ডেশন। আমরা দিপু মৃধার মঙ্গল কামনা করি।
শুক্রবার সন্ধ্যায় ক্যামেরা প্রদান কালে উপস্থিত ছিলেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্ল্য মোঃ তারিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ রোকন উদ্দিন হাওলাদার, চাঁদপাই ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়ল, মোঃ আতাউর রহমান, মোঃ কুদ্দুস শেখ, হযরত পীর (রঃ) এর মাজার’র প্রধান খাদেম মোঃ আকরাম ফকির, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মোঃ দুলাল ফকির, মোঃ নূর মুহাম্মাদ শেখ, মোহসিন ফকির, মোঃ উজ্জাল ফকির, মোঃ আফজাল শেখ প্রমূখ। পরের দিন অর্থাৎ শনিবার থেকে পি,ডি,এম ফাউন্ডেশনের দেয়া এ ক্যামেরার কার্যক্রম শুরু হয়।