শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি প্রতিবাদে কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল পলাশবাড়ির সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেডের দাবিতে বিক্ষোভ সমাবেশ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের একই পরিবারের ৪ জন নিহত  গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে- ডুয়েট উপাচার্য জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মোংলায় ইজিবাইকের নিচে পড়ে শিশুর মৃত্যু 

রিপোর্টারের নাম / ২৭২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ৭:০১ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

মোংলায় ইজিবাইকের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে বাড়ী থেকে বের হয়ে রাস্তা পার হতে গেলে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে বাইকটির নিচে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহীম হোসেন ও নিহত শিশুর চাচা মাসুম শেখ জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা দিনমজুর মুকুল শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (৮) রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ী থেকে বের হয়ে চাচা মাসুম শেখের বাড়ীতে যাচ্ছিল। তখন রাস্তা পার হতে গিয়ে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে বাইকটির নিচে পড়ে যায় ওই শিশুটি। ইজিবাইকের নিচে পড়ে বুকের ডান পাজরের হাড় ভেঙ্গে যাওয়ার পাশাপাশি মাথায়ও মারাত্মক আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন শিশুটিকে বেলা সোয়া ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহীম হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, শিশুটির বুকের ডান পাজরের হাড় ভাঙ্গা, ডান কানে রক্তসহ শরীরের বিভিন্ন জায়গা ছেড়ছে গেছে। তবে আঘাতে মাথা ও পাজর ভাঙ্গায় ভিতরে রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে মারা গেছে শিশুটি। নিহত শিশু আব্দুল্লাহ শেখ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবারের সাথে আলোচনা করে লাশের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর