রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুৎসা রটিয়ে অশ্লীল শ্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না ডাঃ বাচ্চু গাজীপুরের শ্রীপুর পৌর ১,২,৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত হলো এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর সম্মেলন কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাপাসিয়ায় সমাবেশে যাওয়া জামায়াত নেতাকর্মীদের তালিকা করার হুৃমকি দিলেন বিএনপির এক নেতা রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ  কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

সোলার পাম্পে বদলে যাচ্ছে হাওরের কৃষি

রিপোর্টারের নাম / ২৫৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ৯:৩০ পূর্বাহ্ণ

অনুপ তালুকদার হাওর অঞ্চলের প্রতিনিধি:

 

 

চলতি বোরো মৌসুমে জমিতে সেচ দিতে জ্বালানি সংকটের মধ্যেই আশা জাগাচ্ছে সৌরবিদ্যুচ্চালিত (সোলার) পাম্প। সুনামগঞ্জের হাওরাঞ্চলে এ পাম্পের মাধ্যমে বোরো ধানের জমিতে সেচ দিচ্ছেন কৃষকরা। এতে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হচ্ছে, অন্যদিকে কমে গেছে ধান উৎপাদনের খরচ। স্বস্তি মিলেছে কৃষকদের মাঝে।

সংশ্লিষ্টরা বলছেন, সোলার পাম্পের মাধ্যমে সেচ দেওয়ায় বদলে যাচ্ছে হাওরের কৃষি।

 

শুকনো মৌসুমে বোরো ফসল উৎপাদনে সেচ একটি অন্যতম বিষয়। এই সেচের জন্য ডিজেল বা বিদ্যুৎ ব্যবহারে ফসল উৎপাদন খরচ পড়ে অনেক বেশি। বাড়তি খরচ বা ঝামেলা না থাকায় সোলার পাম্পের দিকে ঝুঁকছেন হাওরাঞ্চলের কৃষকরা।

 

ডিজেলচালিত ইঞ্জিনের সাহায্যে ধান উৎপাদনে যে খরচ হয়, সোলার সেচপদ্ধতিতে ব্যয় হয় তার অর্ধেক। মধ্যনগর উপজেলার হাওরের আশপাশের জমিতে সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে সেচ দিয়ে বোরো আবাদ করতে দেখা গেছে কৃষকদের। ভোগান্তি নিরসনের পাশাপাশি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় ইচ্ছেমতো সেচসুবিধা পাচ্ছেন কৃষকরা।

 

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মধ্যনগর ও ধর্মপাশার হাওরাঞ্চলে চলতি বছর ৩১ হাজার ৮৫২ হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টন। সৌরশক্তিচালিত পাম্পে সেচ খরচ তুলনামূলক কম হওয়ায় হাওরাঞ্চলে এর ব্যবহার দিন দিন বাড়ছে। ম

 

ধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সোলার পাম্পের সুবিধা নেওয়া কৃষক পীযূষ সরকার বলেন, আমরা সোলারের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছি। এতে আমাদের বোরো উৎপাদন খরচ অনেক কমে গিয়েছে। বর্তমানে এক বিঘা জমিতে সোলার পাম্প দিয়ে সেচ দিতে খরচ হচ্ছে ১ হাজার ৮০০ টাকা। এই টাকা পরিশোধ করতে হবে ফসল কেটে ঘরে তুলে বিক্রি করার পর।

 

একই ইউনিয়নের কৃষক আব্দুল হাসিম জানান, সোলার পাম্পের মাধ্যমে সেচ দেওয়ায় খরচ অনেকটা কমে আসে। এর কারণে কিছুটা হলেও লাভবান হওয়া সম্ভব।

 

সোলার পাম্পের মালিক জীবন বিশ্বাস বলেন, সৌরবিদ্যুচ্চালিত পাম্পের কারণে অল্প খরচে বোরো ধান রোপণ করা যাচ্ছে। শ্যালো মেশিনে তেল, মেশিন চুরি, নষ্টের ভয় ছিল এবং শব্দদূষণও হতো। এখন আর এসবের ভয় নেই।

 

তবে কৃষকরা বলছেন, সোলার পাম্পের দাম অনেক হওয়ায় তারা নিজেরা এটা কিনতে পারছেন না। অন্যের সোলার পাম্পে বিঘাতে ১ হাজার ৮০০ টাকা চুক্তিতে নিজেদের জমিতে সেচ দিয়ে নিচ্ছেন। সোলার পাম্পের দাম কম হলে পাম্প কিনে নিজেদের জমিতে সেচ দিলে খরচ আরও অনেক কমে যেত। সোলার পাম্পের দাম যাতে প্রান্তিক কৃষকদের ক্রয়ক্ষমতার মধ্যে আসে সে ব্যপারে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, দুই উপজেলায় যে পরিমাণ বোরো ফসলের আবাদ হয়েছে। সেই জমিগুলোতে যদি বিদ্যুৎ ও ডিজেলচালিত পাম্পের পাশাপাশি সৌরশক্তিচালিত পাম্পের মাধ্যমে সেচ দেওয়া যায়, তাহলে কম খরচে কৃষক বোরো ফসলের আবাদ করতে পারবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, বিএডিসির অনুমোদন ছাড়াই দিনদিন সৌরচালিত সেচ পাম্পের ব্যবহার বাড়ছে। বিএডিসি সৌরশক্তিচালিত পাম্পের ব্যবহার বাড়ানোর ব্যাপারে কৃষকদের উৎসাহিত করলে স্বল্প খরচে কৃষক বোরো আবাদ করতে পারবে। আশা করি, হাওরাঞ্চলের কৃষিতে সৌরশক্তিচালিত সেচপাম্প বৈপ্লবিক পরিবর্তন আনবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর