মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে গরীব মেধাবী ছাত্রীদের মাঝে নতুন স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের ৫৭ জন ছাত্রীকে একটি করে নতুন স্কুলড্রেস দেওয়া হয়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
এ সময় প্রধান শিক্ষক মনিরুজ্জামান সহ সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ তাঁর নিজেস্ব তহবিল থেকে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের ৫৭ জন গরীব মেধাবী ছাত্রীকে একটি করে নতুন স্কুলড্রেস উপহার হিসেবে প্রদান করেন।