মোঃ ফারুক হোসাইন জেলা প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত সুমন (২৫) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা গেছেন।
এলাকাবাসী জানিয়েছেন, সুমন গত ২৫শে ফেব্রুয়ারি রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলার এলাকায় অন্যদের সঙ্গে ভারতীয় অবৈধ পণ্য পারাপার করতে গিয়ে বিএসএফ’র হাতে ধরা খেয়ে পিটুনিতে গুরুতর আহত হয়।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে বাংলাদেশ অভ্যন্তরে ফেলে রাখে। সেখান থেকে সঙ্গীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে গত মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা আমাদের দর্পন লালমনিরহাট জেলা প্রতিনিধি কে জানান, ওই রাতের ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন। কেউ তাদের পরিচয় প্রকাশ করছে না।
সুমন কালীগঞ্জ থানার উত্তর বালাপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। কালীগঞ্জ থানা পুলিশের তথ্যের ভিত্তিতে হাসপাতাল কর্র্তৃপক্ষ মৃত সুমনের লাশ রংপুর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান আমাদের রংপুর কে জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সুমনের মৃত্যুর রহস্য নিশ্চিত হওয়া যাবে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন ।