শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবক নাসির পালোয়ান হত্যা মামলায় আসামি রাব্বি গ্রেফতার মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হওয়া অপরিহার্য- ডুয়েট উপাচার্য টঙ্গীতে ট্রাকের ধাক্কায় পুলিশ বক্সের ক্ষতি আহত ২,পুলিশ সদস্য  তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা

গাজীপুর ৩ আসনের নেতা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের বিশ্বস্ত শ্রীপুরে গুণী মানুষ হুমায়ূন কবির সরকার

টিপসুলতান,শ্রীপুর গাজীপুর প্রতিনিধি / ৩৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২০, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ

 

টিপসুলতান,শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গুণী মানুষের মধ্যে অন্যতম গুণী মানুষ শ্রীপুরের সর্বস্তরের জনগণের আস্থাভাজন শ্রদ্ধেয় বর্ষীয়ান জননেতা- আলহাজ্ব হুমায়ুন কবির সরকার। তিনি গাজীপুর ৩ আসনের নেতা এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের বিশ্বস্ত একজন মানুষ।

অবদানকে স্বীকার করার মানসিকতা থাকলেই কেবল আমারা নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে দাবী করতে পারি,কালের আবর্তনে বহমান নদী হয়ে যায় বিলীন, ইতিহাস হয় বিকৃত।তাই সমাজের কল্যাণের জন্য ইতিহাসবিদদের ভূমিকা অপরিসীম, যেই শহরে গুণী মানুষের কদর করা হয়না, সেই শহরে পরবর্তীতে আর গুনী মানুষ জন্মায় ও না ।জনাব হুমায়ুন কবীর সরকার সাহেব নিঃসন্দেহে একজন জীবন্ত কিংবদন্তী, শ্রীপুরের গর্ব । তিনি শ্রীপুরের জনপ্রিয়তার শীর্ষে প্রথম সারির একজন নির্লোভ, নির্মোহ এবং উদার মনের মানুষ, অনলবর্ষী সুবক্তা হিসেবে সর্বমহলে ব্যাপক পরিচিত।

তিনি শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামে ২০/০৮/১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন , তার পিতা হলেন, শ্রীপুরের তৎকালীন প্রভাবশালী ব্যক্তি, তৎকালীন অন্যতম সমাজপতি হাজ্বী আঃ জব্বার সরকার সাহেব, মাতার নাম জোবেদা খাতুন। তিনি ভাংনাহাটি আলিয়া মাদ্রাসা থেকে ২য় বিভাগে কামিল পাশ করেন শ্রীপুর হাইস্কুল থেকে এসএসসি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এইচ এস সি, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২য় বিভাগে ডিগ্রি পাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

১৯৭৮ সনে তার রাজনৈতিক শিক্ষা শুরু হাবিবুল্লাহ সাহেবের আহবানে শহীদ জিয়ার গড়া বিএনপি তে যোগদান করেন, এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের এর প্রথম আহবায়ক নির্বাচিত হন (১৯৮০ সনে শ্রীপুর ডিগ্রি কলেজের ভি.পি পদে মনোনয়ন লাভ করেন।

যুবদলের শ্রীপুর থানার ১ম সম্মেলনে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েও দলের বৃহত্তর স্বার্থে সেক্রেটারির দায়িত্ব পালন করেন, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক মনোনীত হন। বর্তমানে তিনি সুনামের সাথে শ্রীপুর পৌর বিএনপি’র আহবায়ক এর দায়িত্ব পালন করছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের কিছুদিন পূর্বে বেলজিয়াম এর রাজা রানী সহ দেশের কৃতি ছাত্র যুবক ও শিল্পীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহিত হিযবুল বাহার জাহাজযোগে সমুদ্র ভ্রমণ করেন। শহীদ জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পর বিচারপতি সাত্তার সাহেবের রাষ্ট্রপতি নির্বাচনে তৎকালীন বানিজ্য মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর মনোনীত ব্যাক্তি হিসেবে সারা উত্তর বঙ্গে পাঁচ জন মন্ত্রীর সঙ্গে ১ সপ্তাহ নির্বাচনি সফরে যান,।

চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের সাথে সপ্তাহ ব্যাপী দক্ষিনানচল সফর করেন, পীরজাদা এস এম রুহুল আমিন সাহেবের সাথে দীর্ঘদিন ভাংনাহাটি সুহৃদ সংঘের সেক্রেটারির দায়িত্ব পালন করেন, তিনি মিথ্যা রাজনৈতিক মামলায় বেশ কিছু দিন জেল খেটেছেন।

ঐতিহ্যবাহী শ্রীপুর নবারুণ ক্লাব ও সুবচন নাটা ও সাংস্কৃতিক সংগঠনের এক যুগের বেশি সময় সভাপতির দায়িত্ব পালন করেন।বিশিষ্ট নাট্য পরিচালক, এপার বাংলার প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, তৎকালীন সংস্কৃতি জগতের উদীয়মান যুবরাজ হিসেবে খ্যাত জনাব আলাউদ্দিন মন্ডল সাহেব ও গোসিঙ্গা ইউনিয়ন এর কৃতিসন্তান সংস্কৃতি ও নাট্য জগতের, নটরাজ হিসেবে পরিচিত আলমাছ উদ্দিন খান সাহেবের পরিচালনাতে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন,জেলা ও দেশের বিভিন্ন স্থানে ফুটবল খেলেছেন, তার ফুটবল খেলার গুরু হলেন তৎকালীন ঢাকা ইস্ট এন্ড ক্লাবের নিয়মিত জনপ্রিয় খেলোয়াড় মরহুম মোসলেউদ্দিন মন্ডল (চানু মন্ডল) সাহেব। কবীর সরকার সাহেবের খেলার সাথী জয়দেবপুর এর আজমত আলী পরবর্তীতে ন্যাশনাল টিমের অধিনায়ক হয়েছিলেন।

আলহাজ্ব হুমায়ুন কবীর সরকার, শ্রীপুর উপজেলা পোল্ট্রি এসোসিয়েশন সভাপতি ও গাজীপুর জেলার কার্যকরী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, মানবাধিকার সংস্থা গাজীপুর জেলার সহ সভাপতি বাংলাদেশ পর্যটক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন,মিজানুর রহমান খাঁন ডিগ্রি মহিলা কলেজ ও ভাংনাহাটি বালিকা মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ছিলেন, তার সময়েই কলেজটির বাউন্ডারি ওয়াল ও ডিগ্রির অনুমোদন লাভ করেন, তিনি শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন ২০০৯ সনে শ্রীপুর পৌরসভা বিএনপির আহবায়ক ছিলেন, এবং পরবর্তীতে,১৬ বছর গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি ছিলেন।

 

এছাড়াও বর্তমানে বেগম জামিলাতুন্নেছা স্কুলের প্রধান উপদেষ্টা, শহীদ সাহাব উদ্দিন শিশু কাননের সহ সভাপতি ও ভাংনাহাটি কাইচ্ছাগর জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করতেছেন।তার বাড়িতে ছোটোখাটো একটা লাইব্রেরি আছে। ভবিষ্যতে বড় লাইব্রেরি গড়ার স্বপ্ন দেখেন। তিনি একজন পর্যটক হিসেবে বেশ কয়েকটি দেশ সফর করেছেন। উনার এক ছেলে, মোঃ তাফহিম সরকার, ডেফোডিল ইউনিভার্সিটি তে ইংরেজি বিভাগে অনার্সে সহ মাস্টার্স কমপ্লিট করেন।আমি তাহার মঙ্গল কামনা করছি।

মহাকালের ইতিহাসে-

বটবৃক্ষের মজবুত শিকড়ের ন্যায় দন্ডায়মান, রাজনৈতিক প্রতিভায় ভরপুর, যিনি কালের রাজনৈতিক ইতিহাসে বহু কালজয়ী নেতৃত্বের সংস্পর্শে অতিবাহিত করেছেন বহু দিন, বহু মাস, বহু বছর, বহুকাল। শ্রীপুর সহ গাজীপুরের অনেক কালজয়ী ইতিহাসের সাক্ষী এই মানুষটি।কৈশোর থেকে যৌবনের সোনালী সময় বিনিয়োগ করেছেন মানব কল্যাণে। চিন্তা চেতনায় ছিল দল, দেশ, জাতি। উনার বহু বন্ধু বান্ধব রয়েছে, যারা সরকারী আমলা, শিল্পপতি, এমপি মন্ত্রী। উনি ইচ্ছে করলে স্বার্থপরতার আখের গোছাতে পারতেন। কিন্তু করেন নি। আজ উনি সর্বত্র/দলমত নির্বিশেষে বর্ষীয়ান জননেতা-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর