শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি প্রতিবাদে কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল পলাশবাড়ির সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেডের দাবিতে বিক্ষোভ সমাবেশ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের একই পরিবারের ৪ জন নিহত  গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে- ডুয়েট উপাচার্য জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কাপাসিয়ায় কলেজ প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২০, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণের লক্ষ্যে বহুমুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে কলেজ প্রিন্সিপালস’ অ্যাসোসিয়েশন, কাপাসিয়া নামে একটি নতুন পেশাজীবি সংগঠন গঠিত হয়েছে।

সম্প্রতি কাপাসিয়া উপজেলার মন মাধুরি রিসোর্ট সেন্টারে কলেজ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও তাঁদের প্রতিনিধি শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় কাপাসিয়া কলেজ প্রিন্সিপালস অ্যাসোসিয়েশন নামে একটি কল্যাণমুখী পেশাজীবি সংগঠন প্রতিষ্ঠা ও সংগঠন পরিচালনার জন্য কমিটি কার্য্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আফলাতুন এর সভাপতিত্বে ও কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হুমায়ুন কবির, আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম , কোহিনূর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুন নাহার তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক শামসুল হুদা লিটন, চর দুর্লভ খান আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নুরুল ইসলাম প্রমূখ।

 

মতবিনিময় সভায় উপস্থিত অধ্যক্ষ ও অধ্যক্ষ প্রতিনিধি শিক্ষকদের মতামত ও প্রস্তাব সমর্থনের ভিত্তিতে ” কাপাসিয়া কলেজ প্রিন্সিপালস অ্যাসোসিয়েশন ” নামে নবগঠিত সংগঠনের কার্য্যকরী কমিটি গঠিন করা হয়। কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নবগঠিত “কাপাসিয়া প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের ”

সভাপতি মনোনীত হয়েছেন শহীদ তাজউদ্দীন আহমেদ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আফলাতুন, সাধারণ সম্পাদক কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজ, সহ-সভাপতি কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, বঙ্গতাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন, এমএ মজিদ সাইন্স কলেজের অধ্যক্ষ মনোয়ারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তারাগঞ্জ এইচ এন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব হাফিজুর রহমান, আড়াল গিয়াস উদ্দিন লস্কর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে শরিফ মমতাজ উদ্দিন আহমদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ মোঃ আবুল কাশেম, কোষাধ্যক্ষ পদে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য পদে আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কোহিনূর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুন নাহার, ফায়েজ উদ্দিন সরকার ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ মো: ফরিদ সরকার, চর দুর্লভ খান আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নুরুল ইসলাম মনোনীত হয়েছেন।

শিক্ষাকে এগিয়ে নিতে সকলের জন্য কল্যাণকর একটি সংবিধান রচনার জন্য তারাগঞ্জ কলেজের অধ্যাপক শামসুল হুদা লিটনকে আহবায়ক করে একটি সংবিধান প্রণয়ন উপকমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর