শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি প্রতিবাদে কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল পলাশবাড়ির সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেডের দাবিতে বিক্ষোভ সমাবেশ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের একই পরিবারের ৪ জন নিহত  গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে- ডুয়েট উপাচার্য জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি- ডুয়েট উপাচার্য

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ২২, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘পৃথিবীটা আমাদের সকলের পরিবেশ বা প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া মানে নিজেকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন টেকসই ও মানবিক বিশ্ব গঠনে সচেতনতা সৃষ্টি ও পরিপূর্ণ পরিবেশবান্ধব ক্যাম্পাস রুপান্তরে অনন্য উদাহরণ হয়ে থাকবে। শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশের অন্যান্য বিষয়ের প্রতিও আমাদের আরও সচেতন হতে হবে।’ রবিবার (২২ জুন) দুইদিন ব্যাপী ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ক্যাম্পাস ওয়েলফেয়ার ও নিরাপত্তা কমিটির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ক্যাম্পাস ওয়েলফেয়ার ও নিরাপত্তা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। উপাচার্য আরও বলেন, ‘এই পরিচ্ছন্নতা ও সবুজায়নের অভিযানে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের প্রাণবন্ত অংশগ্রহণ,প্রাণপ্রিয় এই ডুয়েটকে সবুজায়ন ও পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’ তিনি এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কমিটিসহ সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘পরিবেশ সচেতনতায় এ ধরনের কর্মসূচি আমাদের মধ্যে সচেতনতা তৈরি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং ভবিষ্যতের জন্য তা টিকিয়ে রাখার দায়বদ্ধতা শেখাবে।’

এ সময় ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয় ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি’-তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট ও অফিসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর