শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবক নাসির পালোয়ান হত্যা মামলায় আসামি রাব্বি গ্রেফতার মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হওয়া অপরিহার্য- ডুয়েট উপাচার্য টঙ্গীতে ট্রাকের ধাক্কায় পুলিশ বক্সের ক্ষতি আহত ২,পুলিশ সদস্য  তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা

কৃষিক্ষেত্রে লাগসই গবেষণা ও যন্ত্রপাতির উদ্ভাবনীতে ডুয়েটের প্রকৌশলীরা অগ্রগামী – ভূমিকা পালন করতে পারে- ডুয়েট উপাচার্য

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ২৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ২৫, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘কৃষিতে উদ্ভাবনী যন্ত্রপাতির ব্যবহার শুধু উৎপাদন বৃদ্ধি নয়, সময় ও শ্রম বাঁচিয়ে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই সেক্টরে যুগোপযোগী বিভিন্ন লাগসই গবেষণা ও যন্ত্রপাতির উদ্ভাবনীতে ডুয়েটের প্রকৌশলীরা অগ্রগামী ভূমিকা পালন করতে পারে। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ও পঞ্চম শিল্প বিপ্লর আবির্ভাবের সময় আমাদেরকে বিভিন্ন আধুনিক প্রযুক্তির উদ্ভাবন- ও-প্রয়োগের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে-নিজেদেরকে খাপ খাইয়ে চলতে হবে। তাই কৃষিক্ষেত্রেও নতুন নতুন বিভিন্ন যন্ত্রপাতির উদ্ভাবন এখন সময়ের দাবি।’ বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী মেলার উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন প্রদর্শনী ও সেমিনারের আয়োজন হলে, তা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলবে এবং মাঠ পর্যায়ে প্রয়োগক্ষেত্রে ভূমিকা রাখবে।’এ সময় তিনি কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী মেলা ও ‘কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান’ শীর্ষক সেমিনার আয়োজনের জন্য বারি ও ডুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) এর দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত প্রদর্শনী মেলার উদ্বোধন এবং সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, বারি-এর উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। বারি-এর এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ।

উপস্থাপন করেন বারি-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জাকারিয়া হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘বারি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কৃষিতে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন এবং কৃষিক্ষেত্রে সহায়তা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি মনে করি, বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র উদ্ভাবনে বারি এবং ডুয়েটের যৌথ উদ্যোগ অত্যন্ত কার্যকরী হতে পারে। বারির গবেষণা অভিজ্ঞতা এবং ডুয়েটের প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় আমাদের কৃষিখাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অনুষ্ঠানে কৃষি বিষয়ক সমস্যা সমাধান, কৃষি সম্পদের সুষ্ঠু ব্যবহার, লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আইডিয়া ও পোস্টার প্রেজেন্টেশনের উপর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের -ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধান, প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ এবং বারির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ আরও অনেকেই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর