মোংলা প্রতিনিধি
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের আয়োজনে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাসকরনে দুর্যোগ ব্যবস্থাপনায় শিশু অধিকার ও শিশুর অংশগ্রহন বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১ টায় মোংলা উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি’র বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী অফিসার, শারমিন আক্তার সুমী। এ সময় কোডেক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের ফিল্ড অর্হানাইজার মোতালে শেখ এর সঞ্চালনায় ওন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান, সিনিয়র টেকনিক্যাল অফিসার রাফি আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ হোসেন প্রমূখ। এ সময় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের শিক্ষার্থী সহ অবিভাবকেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যেহেতু এটা উপকূলীয় এলাকা, প্রতিনিয়ত প্রতিবন্ধকতা, প্রতিকুলতা, সংগ্রাম করে টিকে থাকতে হয়। সুতারাং এই দুর্যোগ প্রতিকুলতা কে কতটা সহজ করা যায় সেই লক্ষ্যে নিজেরা নিজেদের জায়গা থেকে দুর্যোগ মোকাবেলায় যথাযথ ভূমিকা পালন করতে হবে।
সেই সাথে দুর্যোগ পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে দুর্যোগ পরবর্তি সময় প্রর্যন্ত সকল কে সতর্ক থেকে কাজ করতে হবে। এ ছাড়াও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের কল্যাণ মুখী কর্মকান্ডের ভূয়সী প্রসংসা করেন বক্তারা।এর আগে কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের শিক্ষার্থীদের মনমুগ্ধকার গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। এ ছাড়া ও পরিবেশ বান্ধব হাতের তৈরি কাগজের কলম অতিথি দের উপহার দেয় শিক্ষার্থীরা।