মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
ঔষধ কেনার জন্য একটি ছবেদা গাছ বিক্রি করার অপরাধে খুলনার পাইকগাছায় এক বৃদ্ধা মা ও বোনকে মারপিট করে ফোলা জখম করা হয়েছে।
এ ঘটনায় বৃদ্ধা মা ভানো বিবি (৬৫) বাদী হয়ে ছেলে ও ছেলের বৌয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এদিকে ঐ বৃদ্ধ মাকে ঔষধ কেনার টাকা দিয়েছেন ওসি। বৃস্পতিবার সকাল ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কাসিমনগর গ্রামে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কাসিম নগর গ্রামের আমজেদ শেখের স্ত্রী ভানু বিবি খুবই অসুস্থ। এক সংসারে থাকেন মা ও মেয়ে মাসুমা বেগম। ঔষুধ কেনার টাকার জন্য ভানু বিবি তার উঠানের একটি ছবেদা গাছ বিক্রি করে। এ অপরাধে তার ছেলে কান্টু শেখ ও কান্টুর স্ত্রী হাশিলা তাকে গালিগালাজ পুর্বক কাঠ দিয়ে তৈরী পিড়ি দিয়ে বাড়ি মেরে আহত করে। এসময় মেয়ে মাসুমা ঠেকাতে গেলে মা ও বোনকে লাঠি পিটা করে কান্টু শেখ। এ ঘটনায় ভানো বিবি থানায় এসে ওসিকে পেয়ে প্রতিকার চেয়ে কান্নাকাটি করে। একই সাথে থানায় ছেলে ও বৌমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে।
অফিসার ইনচার্জ ওসি রিয়াদ মাহমুদ এ ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে জানান। একই সাথে বৃদ্ধাকে চিকিৎসার জন্য কিছু টাকা প্রদান করেন।