আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এনজিবি (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) বনাম শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে রহনপুর এবি স্কুল মাঠে এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এনজিবি টসে জিতে ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান করেন। পরে শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ওই রান করতে নেমে ৭ উইকেটে ৯১ রান সংগ্রহ করে। খেলা শেষে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সিনিয়র প্রভাষক ড. মিজানুর রহমানসহ অন্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতে আমীর মনিরুজ্জামান ডাবলু। সভাপতিত্ব করেন সাংবাদিক আজিজুল হক।