শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি প্রতিবাদে কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল পলাশবাড়ির সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেডের দাবিতে বিক্ষোভ সমাবেশ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের একই পরিবারের ৪ জন নিহত  গবেষণালব্ধ জ্ঞান সাধনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে- ডুয়েট উপাচার্য জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মধ্যনগরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত, 

রিপোর্টারের নাম / ২৭৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৫, ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ

অনুপ তালুকদার হাওর অঞ্চলের প্রতিনিধি :

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের মতবিনিময় সভা।

চলমান রবি মৌসুমে বোরো ধানের রোগ (ব্লাস্ট, বি এল বি) ও পোকার (মাজরা) প্রতিকার সম্পর্কে জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে। সার, বীজ ও বালাইনাশক ডিলার বিষয়ে কৃষক দের সাথে। রোজ রবিবার দুপুর সাড়ে ১২ টায় দিকে মধ্যনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটুর সভাপতি তে, প্রধান অতিথি হিসেবে উপস্হিতি চিনলে মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ধর্মপাশা কৃষি কর্মকর্তা মীর হাসান আলবান্না, কৃষি কর্মকর্তা কামরুল হাসান বিপ্লব, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি কুতুবউদ্দিন তালুকদার।

 

বক্তারা কৃষকদের জমিতে নানান রোগ বালাই দেখা দিয়েছে এই বিষয় গুলো তুলে দরেন। এবং এলাকায় প্রতিটি ইউনিয়ন এ কৃষি কর্মকর্তা পেরন করার দাবি জানান, কারন মধ্যনগর উপজেলা বোরো ফসলের ওপর নির্ভর। এই অঞ্চলে প্রায় পঁচিশ হাজার ও অধিক কৃষক রয়েছে।

 

এ বিষয়ে কৃষি কর্মকর্তা মীর হাসান আলবান্না কৃষকদের উদেশ্যে বলেন। এ অঞ্চলে বোরো ধানের জমি বেশির ভাগ জমিতে ব্লাস্টের রোগ দেখা যায়। তাই এ বিষয় পরামর্শ দেন, ব্লাস্টের লক্ষণ : আক্রান্ত পাতায় ছোট ছোট (চোখের মত) দাগ, গিট কালো হয়ে দূর্বল হয়ে যায়,শীষ শুকিয়ে চিটা হয়ে যায়।

 

দমন বিষয়ে বলেন, (১) জমিতে ১-২ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। ইউরিয়া( সাদা সার) সারের উপরি প্রয়োগ করা যাবে না। (২) বিঘা প্রতি ৫ কেজি এমওপি (লাল সার) প্রয়োগ করতে হবে। (৩)৫ শতাংশ জমির জন্য -৮গ্রাম ট্রুপার /নাটিভো /দিফা /ব্লাস্টিন অথবা ২০ মিলি ফিলিয়া ১০ লিটার পানির সাথে মিশিয়ে ৭ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে বলে পরামর্শ দেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর