শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবক নাসির পালোয়ান হত্যা মামলায় আসামি রাব্বি গ্রেফতার মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হওয়া অপরিহার্য- ডুয়েট উপাচার্য টঙ্গীতে ট্রাকের ধাক্কায় পুলিশ বক্সের ক্ষতি আহত ২,পুলিশ সদস্য  তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

রিপোর্টারের নাম / ১৫৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ৮, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি 

 

ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে ৫১ বছর ধরে নারীর অধিকার, জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর অমিত সম্ভাবনা বিকাশে কাজ করছে। যার প্রয়োজন সবচাইতে বেশি, তার পাশে অগ্রাধিকার ভিত্তিতে দাঁড়ানোই ব্র্যাকের উন্নয়ন দর্শনের ভিত্তি। ব্র্যাক তার জন্মলগ্ন থেকে নারীকে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির কার্যক্রম সমন্বিত করে বাংলাদেশের জাতীয় উন্নয়নে সরকারের বৃহৎ সহযোগী হিসেবে কাজ করছে। উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নারীকে বিবেচনায় নিয়ে ব্র্যাক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করেই। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও সমন্বিত উন্নয়ন কর্মসূচি আজ ০৮ মার্চ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

 

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনায় সকাল ০৯.০০ টায় উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের সামনে হতে সাইকেল র‌্যালী শেষে সকাল ০৯.৩০ মিনিটে খুলনা শহীদ হাদিস পার্ক হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়। সাইকেল র‌্যালী ও বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক, মাননীয় মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা।

খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক, খুলনা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক রুনু ইকবাল বিথার, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা, অধ্যাপক মোঃ আলমগীর কবির, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর ইউনিট, জনাব সোনালী সেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), হাসনাহেনা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা, মোঃ আবু সাঈদ, ডিভিশনাল ম্যানেজার, ব্র্যাক আ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, আবুল কালাম আজাদ, ডিভিশনাল ম্যানেজার, ব্র্যাক টু বেসিক প্রকল্প, প্রশান্ত কুমার দে জোনাল ম্যানেজার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, খুলনা অঞ্চল, শিপ্রা বিশ্বাস, ব্র্যাক জেলা সমন্বয়কারি, খুলনা, সুমিত কুমার বসু, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক মাইক্রোফাইনান্স, জয়ন্ত কুমার হালদার, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক, নয়ন কুমার ঘোষ, স্পেশালিষ্ট প্রোগ্রাম সাপোর্ট, ব্র্যাক টু বেসিক প্রকল্প, সুলতানা রেহেনা, জেলা ব্যবস্থাপক, ব্র্যাক টু বেসিক প্রকল্প , হারুন-অর- রশীদ, ডেপুটি ম্যানেজার (সেলপ) ও সঞ্জয় ঠাকুর, সিনিয়র অফিসার, ব্র্যাক গণনাটক কার্যক্রম।

এছাড়া অন্যান্য সমমনা সংগঠন ও সুশীল সমজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র‌্যালী ও শোভাযাত্রা পরবর্তী আলোচনা সমাবেশে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও সমন্বিত উন্নয়ন কর্মসূচি কর্তৃক ব্র্যাকের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি থেকে যারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাহসী ভ‚মিকা রেখেছেন এবং নিজেরা সহিংস জীবন থেকে বেরিয়ে এসে অর্থনৈতিকভাবে সফল হয়েছেন এমন নির্বাচিত তিনজন সফল ও সাহসী নারীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ ব্র্যাকের সফল ও সাহসী নারীদের সম্মাননা প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নানামুখী কাজের মাধ্যমে বর্তমানে নারীরা সমাজে ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কর্মক্ষেত্রসহ সমাজের সকল ক্ষেত্রে নারীর এই সাহসী ভ‚মিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামগ্রিকভাবে নারীর জয়যাত্রাকে অব্যাহত রাখা দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি। আলোচকবৃন্দ টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতার উপর গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর