রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুৎসা রটিয়ে অশ্লীল শ্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না ডাঃ বাচ্চু গাজীপুরের শ্রীপুর পৌর ১,২,৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত হলো এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর সম্মেলন কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাপাসিয়ায় সমাবেশে যাওয়া জামায়াত নেতাকর্মীদের তালিকা করার হুৃমকি দিলেন বিএনপির এক নেতা রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ  কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

ধর্মপাশা উপজেলার মাটিকাটা-মইষাখলা সড়কের বেহালদশা মেরামতের অভাবে হাঁটাই দায়

রিপোর্টারের নাম / ৯৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা-মইষাখলা সড়কের সেলবরষ কবরস্থান বাজার হইতে মাটিকাটা পুরাতন জামে মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার স্থান দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে তা ভেঙে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এলজিইডির অধীনে থাকা এ সড়কটি দিয়ে উপজেলার সেলবরষ ইউনিয়নের ৬টি গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শত-শত শিক্ষার্থীসহ কয়েক হাজার লোককেই যাতায়াত করতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রাম হইতে মইষাখলা গ্রাম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি দিয়ে ওই ইউনিয়নের মাটিকাটা, নতুনবাড়ি, মাইজবাড়ি, নগরহাটি, সেলবরষ ও মইষাখলা এই ৬টি গ্রামের কয়েক হাজার লোক যাতায়াত করে থাকে। এরই লক্ষে জন-গুরুত্বপূর্ণ এ সড়কটি ১৯৯৮ সালে উপজেলা এলজিইডির অধীনে পাকা করণের কাজ করা হয়। এরপর ২০১২ সালে পূনরায় ওই সড়কটি মেরামত করা হয়। কিন্তু এরপর দীর্ঘ আট বছর যাবৎ এ সড়কটির কোনো ধরনের মেরামত কাজ না করায় সড়কের মাটিকাটা গ্রামের পুরাতন জামে মসজিদ হইতে সেলবরষ কবরস্থান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জায়গা জুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে তা এখন জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মোজাহিদ আহম্মেদ, এইচএসসি প্রথম বর্ষের ছাত্র হৃদয় আহম্মেদ, একই গ্রামের বাসিন্দা ও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অমিত হাসান ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পুণ্যি আক্তার জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে যানবাহন চলাচল করবে দূরের কথা, এটি দিয়ে পায়ে হেঁটে চলাই এখন দায়। তারা আরো জানান, ভাঙা এ সড়ক দিয়ে পায়ে হেঁটে স্কুল, কলেজ ও মাদরাসায় যাওয়া-আসার সময় প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিক্ষার্থী হোঁচট খেয়ে পায়ে ব্যথা নিয়ে বাড়ি ফিরে যেতে হয়। এ যেন দেখার কেউ নেই।

মাটিকাটা গ্রামের কৃষক মোস্তাহাদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে নির্বাচন আইলেই প্রার্থীরা বড় গলায় কইয়্যা যাইন যে, পাস করলে রাস্তাটারে নতুন কইর‌্যা পাক্কা (পাকা) কইরা দিবেন। কিন্তু পাস করার পরে আর কেউই খবরই লয়না।

একই গ্রামের কৃষক সোনা মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমাদের চলাচলের এই সড়কটি এভাবে ভেঙে পড়ে থাকায় এটি দিয়ে আমাদের ছেলে-মেয়েদেরকে স্কুল-কলেজে যাওয়া-আসাসহ হাওর থেকে ধান-পাট, গরু-বাছুর আনা-নেওয়ায় আমাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এ সড়কটি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই। এটি মেরামতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) একাধিকবার আবেদন করেও কোনো লাভ হয়নি।

ধর্মপাশা উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মাদ শাহাব উদ্দিন বলেন, সড়কটি মেরামতের জন্য হেড অফিসে চাহিদা পাঠিয়েছি। বরাদ্দ এলেই ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শুরু হবে।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন ওই রাস্তাটি খুব দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর