মোঃ সজিব ফরাজীর :
শ্রীপুরে সেচ্ছাসেবী সংঘঠন নবজাগরন যুব উন্নয়ন এবং ছাত্র সংঘের নতুন বছরের কমিটি ঘোষণা করা হয়েছে, মোঃ মাহাবুবুল আলম সজিব ফরাজীর সভাপতিত্বে এবং মোঃশাহাদাত হোসেন এর সঞ্চালনায় অত্র সংঘঠনের সকল সদস্যের এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআঃরহিম ফকির এর উপস্থিতিতে ২০২১-২২ ইং এর কমিটি বিলুপ্তি ঘোষণা এবং ২০২৩-২৪ ইং এর কমিটি আগামী ১ বছর মেয়াদে ঘোষণা করা হয়।
ঘোষীত কমিটিতে সকল সদস্যের মতামতের ভিত্তিতে আঃরহমান কে সভাপতি এবং আল আমিন ফকির কে সাধারন সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।