শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
মিরপুর ১০ নাম্বার গোলচক্কর থেকে একটি বড় অবৈধ বিদেশি সিগারেটের চালান আটক করেছে বাংলাদেশ পুলিশ এপিবিএন 5 উত্তরা শাখা।
পুলিশ পরিদর্শক আব্দুস সাত্তার, উপ পুলিশ পরিদর্শক খোরশেদ আলম মজুমদার ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ১০ নাম্বার অবস্থান নিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটের চালান সহ আঃ রহমান (২২) নামে একজন কে আটক করতে সক্ষম হয়। এবং তাকে জিজ্ঞেসা বাদ করে, কে? কে? এসব অবৈধ সিগারেট বিক্রির সাথে জড়িত সে ব্যাপারে তথ্য নেন! আঃ রহমান জানায় এই অবৈধ সিগারেট সে শিবলু নামে এক ব্যাক্তির কাছ থেকে ক্রয় করে বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছেন এবং এর আগে সে RAB এর হাতে অবৈধ সিগারেট নিয়ে আটক হয়েছিলেন। এসব বিদেশি সিগারেট অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করান একদল অসাধু ব্যাবসায়ী। এসব সুল্ক ফাঁকি দেওয়া সিগারেট সরকারি ভাবে আমদানি ও বিক্রি নিষিদ্ধ বলে জানা যায়। সর্ব শেষ এপিবিএন পুলিশ অফিসারগন সকল তথ্য উপাথ্য বিবেচনা করে প্রচলিত বিশেষ ক্ষমতা আইনে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এবং আসামী ও সকল আলামত মিরপুরে মডেল থানায় হস্তান্তর করেন, এবং জানান মুল হোতাকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।