রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুৎসা রটিয়ে অশ্লীল শ্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না ডাঃ বাচ্চু গাজীপুরের শ্রীপুর পৌর ১,২,৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত হলো এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর সম্মেলন কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাপাসিয়ায় সমাবেশে যাওয়া জামায়াত নেতাকর্মীদের তালিকা করার হুৃমকি দিলেন বিএনপির এক নেতা রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ  কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

হলুদ ফুলের গালিচায় লাভবান হওয়ার স্বপ্নের গোমস্তাপুর সরিষা চাষীরা  

রিপোর্টারের নাম / ৩১২ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ণ

আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গত বছরের তুলনায় এবার দুই হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। চলতি বছর লক্ষ্যমাত্রায় চেয়ে উৎপাদন বেশি হবে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন। সরিষাসহ ভোজ্য তেলের দাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ার কৃষকরা এই চাষাবাদে ঝুঁকে পড়েছেন। চলতি বছর উপজেলায় সরিষার আবাদ হয়েছে চার হাজার ৭৯০ হেক্টর জমিতে। জাতের মধ্যে সর্বাধিক চাষ বৃদ্ধি পেয়েছে বারি সরিষা- ১৪।

এদিকে গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার মাঠগুলোতে চোখ পড়ছে হলুদের সমারোহ। চোখ জুড়ানো সরিষা ফুলের অপরুপ দৃশ্য। শীতের সিক্ত বাতাশে গোমস্তাপুরের মাঠগুলোতে কৃষকের স্বপ্ন দুলছে সরিষার মৌ মৌ গন্ধে । বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষকরা। গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাসহ চৌডালা, গোমস্তাপুর, রহনপুর, বোয়ালিয়া, আলিনগর, বাঙ্গাবাড়ী,পার্বতীপুর ও রাধানগর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠগুলো ঘুরে দেখা গেছে সরিষা চাষাবাদ ভাল করেছেন কৃষকেরা। ফুলে ফুলে ভরে গেছে মাঠ। কৃষকের মনে বইছে আনন্দের জোয়ার।

 

গোমস্তাপুর উপজেলা কৃষি বিভাগ জানায়, দুই একটি চাষাবাদ বা বিনা চাষেই জমিতে ছিটিয়ে সরিষা বীজ বপণ করা হয়ে থাকে। আবাদে সেচ, সার ও কীটনাশক লাগে কম। কম খরচে সরিষা উৎপাদন হয়ে থাকে। বর্তমানে মাঠগুলোতে সরিষার ফুল ফুটতে শুরু করেছে।

সরিষা কেটে অনেক কৃষক বোরো ধান চাষাবাদ করবেন। ভাল ফলন ফলাতে কৃষকদের মাঝে নানা পরামর্শ দিচ্ছেন সংশিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণরা। আবহাওয়া অনুকূল থাকলে জমিতে ভাল ফলন হবে বলে কৃষি বিভাগ বলছে।

 

নন্দীপুর এলাকার কৃষক মেরাশ আলী জানান, উপজেলা কৃষি কর্মকর্তা পরার্মশ অনুয়ারী এবারেমত পাঁচ বিঘা আবাদী জমিতে সরিষা বোপণ করি। বর্তমানে সরিষার চারা ভালো উৎপাদন হয়েছে। বাজার অনুয়ারী সরিয়ার দাম ভালো আছে। সরিষা পরিচর্চা ভালো করতে পারলে বেশ ভালো ফলন আসবে বলে মনে করছি।

 

বরেন্দ্র অঞ্চলের কৃষক এরফান আলী জানান, কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা কৃষি বিভাগ তাঁকে সরিষা চাষাবাদের জন্য সার ও বীজ বিনামূল্যে সহায়তা করা হয়েছে। জমিতে বীজ বপণ করে সরিষা ভাল হয়েছে। অন্যান্য ফসলের চেয়ে সরিষা চাষাবাদে খরচ কম। উৎপাদন ভাল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সামনে বছর অতিরিক্ত জমিতে সরিষা চাষ করবেন বলে তিনি জানান।

 

রহনপুর পৌর এলাকার কৃষক বদিউজ্জামান বলেন, প্রথমবার তিন বিঘা জমিতে সরিষার চাষাবাদ করেছি। দেখা যাক কেমন উৎপাদন হবে। বাজারে সরিষা দাম ভাল রয়েছে। পরিচর্চা করলে ভাল ফলন হবে বলে তিনি জানান। তিনি আরোও জানান সরিষা উঠিয়ে ইরি ধান রোপন করবেন।

 

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলায় সরিষার আবাদ হয়েছে চার হাজার ৭৯০ হেক্টর জমিতে। গতবছর ছিল দুই হাজার ৫৪০ হেক্টর জমিতে। এ বছর প্রায় দ্বিগুণ জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। এ বছর প্রণোদনা বীজ ও রাসায়নিক দেয়া হয়েছে চার হাজার ৬০০ জনকে। এছাড়া বিভিন্ন প্রকল্পের ৬২৮ জনকে প্রদর্শনী বীজ দেয়া হয়েছে। তিনি বলেন, সরিষা বারি -১৪ জাত উপজেলায় সর্বাধিক চাষাবাদ হয়েছে। এতে খরচ হয় কম। সেচ ও সার লাগে অত্যান্ত কম। সরিষা পাতা উৎকৃষ্ট জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা হয়। সরিষা কেটে কৃষকরা ইরি/বোরো ধানও উৎপাদন করতে পারবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর