শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজসেবক নাসির পালোয়ান হত্যা মামলায় আসামি রাব্বি গ্রেফতার মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হওয়া অপরিহার্য- ডুয়েট উপাচার্য টঙ্গীতে ট্রাকের ধাক্কায় পুলিশ বক্সের ক্ষতি আহত ২,পুলিশ সদস্য  তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু মোংলায়, গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা বিএনপির শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া রংপুরের ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবের ছবি মুছে দিয়েছে জুলাই যোদ্ধারা

অভয়নগরে কৃষি জমি লিজ নিয়ে সর্বশান্ত কৃষক: ১৫লাখ টাকার ক্ষতি

রিপোর্টারের নাম / ২৮২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১৭, ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

অভয়নগরে কৃষি জমি লিজ নিয়ে সর্বশান্ত হয়েছেন এক কৃষক । ঘটনাটি ঘটেছে গত ১১ই মার্চে উপজেলার নওয়াপাড়া পৌরসভার দেবুরমিল এলাকায়। এ ঘটনায় ১২ই মার্চে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গুয়াখোলা গ্রামের মৃত নুর মোহাম্মাদ খাঁর ছেলে কৃষক মো. শফিকুল ইসলাম(৫৩) তিনি বুইকারা মালেকের চাতালের পাশে বিবাদী মো. রহমাত আলীর (৫৫) কাছ থেকে ১০ বিঘা জমি (বছর প্রতি ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে) ৫ বছর মেয়াদে লিজ নিয়ে ২ হাজার কলা গাছ, ৬শ পেয়ারা, ৬শ মালটা ১০ কাটা জায়গায় শসা, ১০কাটা জায়গায় লাউ, ১০ কাটা জায়গায় তরমুজ, ৫কাটা জায়গায় টমেটো, ১০ কাটা জায়গায় পইশাঁক, ১০ কাটা জায়গায় পেঁেপ, ৮শ লেবুগাছসহ অসংখ্য ফলজ ও বনজ গাছ লাগান। শফিকুল বিভিন্ন এনজিও থেকে প্রায় ৬ লাখ টাকা লোন তুলে দশবিঘা জমি লিজ নিয়ে বিভিন্ন ধরণের ফলের চাষাবাদ শুরু করেন। একবছর মেয়াদ শেষ হলে বিবাদী রহমত আলী শফিকুলকে ডেকে বছর প্রতি লিজের টাকা চান । এতে শফিকুল ইসলাম রহমতের কাছে সময় চাই। তিনি সময় না দিয়ে তার কর্মচারী মো. বাবুল ও তার বন্ধু মোস্ত নামের এক ব্যক্তি ওই জমিতে থাকা পানির মেশিন রুম ও গেটে তালা লাগিয়ে দিয়ে বিদ্যু সংযোগ বন্ধ করে দেন। এসময় শফিকুল জমিতে থাকা সবজি ও গাছপালা মরে যাওয়ার ভয়ে কিছু টাকা মানেজ করে রহমতে কাছে যান। ওই সময় রহমত তার কর্মচারীদের সাথে শফিকুলকে যোগাযোগ করতে বলেন।

 

এসময় তিনি কোন উপায়ান্ত না পেয়ে আবার বাবুল ও মোস্তর কাছে যান। বাবুল ও মোস্ত তাকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন। এবং টাকা পরিশোধ না করা পযর্ন্ত তালা ঘুলে দেওয়া হবে না বলে জানিয়ে দেন। এদিকে শফিকুলের লাগানো ফসল পানির অভাবে মারা যেতে শুরু করে। কৃষি জমি লিজ নিয়ে সর্বশান্ত হয়ে কৃষক শফিকুল পথে পথে ঘুরছেন। তার লিজ নেওয়া জমি করে ১৫লাখ টাকার ক্ষতির পথে। ভুক্তভোগী কৃষক মোঃ শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন এনজিও থেকে লোনের টাকা তুলে ১০বিঘা জমি ভাড়া নিয়ে বিভিন্ন ধরণের ফলের চাষাবাদ করেছেন। ঐ প্রজেক্টের চাষি মোঃ শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, জমির মালিক শিল্প বানিজ্য নগর নওয়াপাড়ার রহমত স্টোর নামে একজন ব্যবসায়ী তিনি ঐ জমি বছরে ১লাখ ২০ হাজার টাকা চুক্তিতে আমার কাছে ভাড়া দিয়েছে। আমি পূর্বের সমুদয় ভাড়ার টাকা পরিশোধ করার পরেও আমাকে ঐ জমি থেকে উচ্ছেদ করার লক্ষে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন। যে কারণে আমি ন্যায় বিচার চেয়ে একমাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমার চাষকরা সম্পদ রক্ষা করার জন্য একটি লিখিত আবেদন করি। এবং অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করি। থানা পুলিশ বার বার মিমাংসা করার চেষ্টা করলেও ঐ জমির মালিক পুলিশের কোন কথা শুনেনি বা থানায় হাজির হয়নি। অবশেষে গত ৫ মার্চ ঐ ব্যবসায়ী রহমত আলী আমি যাতে ফলজ ও বনজ সম্পদ চাষ করতে না পারি সেই লক্ষে আমার ঐ প্রজেক্টের মিটার কেটে ও ট্রান্সমিটার নিয়ে আসে। যে কারনে আমি গরীব অসহায় কৃষক ব্যাপক বিপদে পড়েছি। সরেজমিনে, ঐ ফলজ চাষাবাদের মধ্যে রয়েছে কলা, পিয়ারা, মালটা খিরাই, লাউ, তরমুজ, লেবুসহ অসংখ্য ফলজ ও বনজ সম্পদ মরে ও নষ্ঠ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা আছে। সেচ পানি বন্ধ আছে। এবিষয়ে জমির মালিক রহমত আলী বলেন, আমি বিদ্যুৎ সংযোগ বিছিন্ন বিষয়ে কিছু জানিনা। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ কতৃর্পক্ষ সব বিছিন্ন করেছে। আমি শফিকুল এর কাছে জমির ভাড়ার টাকা পাব। এবিষয়ে নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডিজিএম আব্দুলাহ আল মামুন বলেন, তিন মাস বিদ্যুৎ বিছিন্ন থাকলে আমরা ট্রান্সমিটার খুলে অন্য জায়গায় দিয়ে দেওয়া হয়। তাছাড়া ট্রান্সমিটার খোলা হয় না । ভুল যদি হয়ে থাকে আমি দেখবো গ্রাহককে পাঠিয়ে দিন ।এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর মিমাংসা করার চেষ্টা করা হয়েছে। বিবাদী থানায় হাজির হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন জানান, আমাদের বরাবর কৃষক শফিকুল অভিযোগ দিয়েছিল। এ ব্যাপারে থানার সহযোগিতা নিতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর