রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুৎসা রটিয়ে অশ্লীল শ্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না ডাঃ বাচ্চু গাজীপুরের শ্রীপুর পৌর ১,২,৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত হলো এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর সম্মেলন কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাপাসিয়ায় সমাবেশে যাওয়া জামায়াত নেতাকর্মীদের তালিকা করার হুৃমকি দিলেন বিএনপির এক নেতা রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ  কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে জাসাসের উদ্যোগে মানববন্ধন সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্ল্যাকমেইলিং, জামালপুর সদর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার-০২

রিপোর্টারের নাম / ১৪৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ১৮, ২০২৩, ৩:৫৩ পূর্বাহ্ণ

মোঃ শুকুর আলী

 

গত ১৬/৩/২৩ তারিখ শেরপুর সদর থানার বাসিন্দা অটোচালক মোকলেছুর রহমান তার নিজের অটোগাড়ি নিয়ে তার পরিচিত যাত্রী আনোয়ার হোসেন সহ জামালপুর সদরের ময়মনসিংহ জুয়েলার্সের দোকানে যাওয়ার পথে বেলা অনুমান ১৬.০০ ঘটিকায় জামালপুর থানাধীন বেম্বো গার্ডেনের সামনে পৌঁছালে ডিবি পরিচয়ে তিনজন যাত্রী অটো গাড়ি তে ওঠে শেখের ভিটা এলাকায় যেতে বলে।

ডিবির পরিচয় দেওয়ায় অটোচালক তাদের কথামতো শেখের ভিটায় পৌঁছালে, ডিবির পরিচয়দানকারী তিনজন সদস্য অটোচালক ও তার সঙ্গীয় যাত্রীকে একটি গলিপথে ঢুকিয়ে জোরপূর্বক অটোগারি হইতে নামাইয়া একটি বাসার তিন তলার রুমে নিয়ে আটক করিয়া মারধোর করে তাদের সাথে থাকা নগদ =২২০০/-টাকা নিয়ে নেয় এবং অবৈধ ব্যবসার সাথে যুক্ত আছে বলিয়া =২৫,০০০/- ( পচিশ হাজার) টাকা চাদা দাবি করে। একপর্যায়ে অটোচালক ও তার সঙ্গীয় যাত্রীকে উলঙ্গ করিয়া একজন নারী কে তাদের মাঝখানে বসিয়ে অশ্লীল ছবি ধারণ করে। দাবীকৃত টাকা না দিলে ধারণকৃত অশ্লীল ছবি গুলো তাদের স্বজনদের নিকট পাঠিয়ে দিবে বলে ভয় ভীতি প্রদর্শন করে। নিরুপায় হয়ে অটোচালক ও তার সঙ্গীয় যাত্রী মোবাইল ফোনে বাড়িতে যোগাযোগ করে বিকাশে =৫০০০ /- টাকা আনিয়া ভূয়া ডিবি কে দিলেও তারা তাদের কাছে আরো টাকা দাবী করে। এক পর্যায়ে তাদের কে বাসা হতে বাহির করে রাত অনুমান ০৯ঃ৩০ ঘটিকায় অটোগাড়ি সহ পিটিআই মোড়ে এসে অটোগাড়িটির ব্যাটারী খুলে বিক্রির চেষ্টা করে। পাশে টহলরত জামালপুর সদর থানার একটি টিম বিষয় টি টের পেয়ে ভুয়া ডিবি পরিচয় দানকারী ২ জন১। মোঃ শাহাবুদ্দিন (২৮) পিতা মৃত নাসিরুদ্দিন, মাতা শাহিনা আকতার এবং ২। মোঃ স্বাধীন(২৭) পিতা মোঃ আবু সাইদ, উভয় সাং পশ্চিম ফুলবাড়িয়া ( দড়িপাড়া), থানা ও জেলা জামালপুর কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নিকট হইতে নগদ =৭২০০/- টাকা এবং অটোগাড়ি টি উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে। এই ঘটনায় অটোচালক মোঃ মোখলেছুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। ০৫( পাচ) দিনের রিমান্ডের আবেদন সহ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। এই চক্রের অন্যান্য সদস্য দের গ্রেফতারের জন্যে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর