মোঃ নাজমুল হাসান নাজির
বগুড়ার সারিয়াকান্দিতে মেইন সড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নেমেছেন পৌর মেয়র মতিউর রহমান মতি। বুধবার সন্ধ্যায় সারিয়াকান্দি পৌর এলাকার মুক্তিযোদ্ধা মোড়ে এমন দৃশ্য দেখা যায়। এসময় মেয়র কাউন্সিলরদের সাথে নিয়ে রাস্তা যানজটমুক্ত করেন। সেইসাথে তিনি সকল গাড়িচালকদের যত্রতত্র গাড়ি না থামানোর নির্দেশ দেন।
এ বিষয়ে অনলাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পৌর মেয়র মতিউর রহমান বলেন, আসন্ন রমজান উপলক্ষে সারিয়াকান্দি বাজার এলাকার যানজট ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে সারিয়াকান্দি পৌরসভার মেইন রাস্তাগুলো জন্য ট্রাফিক পুলিশের ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।