মোঃ নাজমুল হাসান নাজির
বগুড়া জেলা ধুনট উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ২৮টি ঘর জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহ গৃহহীন পরিবারকে পূনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপে বাস্তবায়নের নিমিত্তিতে বগুড়ার ধুনট উপজেলায় সমাজের ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ পাকা ঘর হস্তান্তর করা হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ২৮টি, প্রথম ধাপে ১০১টি, দ্বিতীয় পর্যায়ে ১২০টি, তৃতীয় পর্যায়ে ১৫০টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্ত করা হয়েছে । ধুনট উপজেলায় নির্মিত মোট ঘরের সংখ্যা ৩৯৯টি। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২লক্ষ ৮৯ হাজার ৮৫৭ টাকা । গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়ায় ১৫টি, চিকাশী ইউনিয়নের সোনার গাঁয়ে ০৭টি, চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি ০৬টি । ধুনট উপজেলায় চতুর্থ পর্যায়ে নির্মিত ঘরের সংখ্যা ২৮টি ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে সাতটি জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার আওতায় বগুড়া জেলায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে পাঁচটি উপজেলা ধুনট , কাহালু ,শাজাহানপুর, শিবগঞ্জ ও সোনাতলা । চতুর্থ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘর প্রদানের সংখ্যা ৩৯ হাজার ৩৬৫টি। ২২ শে মার্চ সকাল ১০.৩০ ঘটিকার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে ভূমিহীন ও গৃহ প্রদান কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দীনেশ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আশিক ইকবাল সানি, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম শফি, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, সাংবাদিক রফিকুল আলম , কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মাওলানা সাংবাদিক আরিফুর রহমান, চেয়ারম্যানগণ, উপকার ভুগিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।