রোমান আহমেদঃ গাজীপুর
বাবার কাছে মোবাইল ফোন চাওয়ায় তা না দিলে বাবার সাথে অভিমান করে রাকিব(১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
২৩ই মার্চ বৃহস্পতিবার সকালে ,গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিজ ঘরে ফ্যানের সাথে ঝুঁলে আত্মহত্যা করে বলে জানান নিহতের বাবা।
নিহতের বাবা জানান বৃহস্পতিবার সকালে তার কাছে মোবাইল ফোন চাইলে ,বাবা নিষেধ করায় বাকবিতন্ডায় জরায় রাকিব, এক পর্যায় সে বাড়ির দিকে চলে আসে ,তার বাবাও কাজে চলে যায়। পরে ছোট ছেলে মাদ্রাসা থেকে ফিরে দরজা খুলতে গেলে তা ভেতর দিয়ে আটকানো থাকলে দরজার ফাঁক দিয়ে দেখে রাকিব ঝুলে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভাঙে, আমি দড়ি কেটে নামিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব(১৬) নেত্রকোনা,বারহাট্রা উপজেলার মোঃ মালু মিয়া এর ছেলে। বাবার সাথে উপজেলার জৈনা বাজার এলাকার ব্যবসায়ী মাসুম আহমদের বাসায় ভাড়া থাকতো। নিহত রাকিব মিয়া
মাসুম আহমদের নিজস্ব দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।