মোংলা প্রতিনিধি:
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী লঘুচাপের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শুরু হওয়া ২০ মিনিটের বৃষ্টিতে পৌর শহরের নিচু রাস্তাঘাট ও শহরতলীর নিম্নাঞ্চলের রাস্তাঘাটে পানি জমে জলাবদ্ধতায় রুপ নিয়েছে। সকাল থেকে আকাশ রৌদ্রজ্বল থাকলেও দুপুর হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় বজ্রের পাশাপাশি হালকা বাতাসও বয়ে যায়। আর এ এলাকায় হঠাৎ হঠাৎ ঝুম বৃষ্টি হচ্ছে গত দুই তিন দিন ধরেই। কখনও হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন আবার কখন রৌদ্রজ্বল এমন আবহাওয়া বিরাজ করছে সাগর ও সুন্দরবনের এ উপকূলে। এদিকে বৃষ্টিতে চৈত্রের খরতাপ থেকে স্বস্তি নেমেছে উপকূলীয় এ এলাকার মানুষের মাঝে। এদিকে এখানে সুপেয় পানির সংকট থাকায় বৃষ্টি নামলেই শুরু হচ্ছে এ পানি সংরক্ষণের প্রতিযোগীতা। অপরদিকে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টি হলেই চলে যায় বিদ্যুৎ। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি নামার সাথে সাথে বিদ্যুৎ চলে যায়, আসে বৃষ্টি কমার পরপরই। সুতরাং বৃষ্টিতে বিদ্যুৎ চলে যাওয়ার ভোগান্তীতেও এখানকার বাসিন্দারা। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, বৃষ্টি ও মেঘলা আকাশ এমন অবস্থা থাকবে আগামী তিনদিন ধরে। পাশাপাশি বাড়বে তাপমাত্রাও। তবে লঘুচাপের ফলে আপাতত সর্তক সংকেত জারির কোন সম্ভাবন নেই বলেও জানান তিনি। তিনি বলেন, কয়েকদিন ধরে কখনও বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন থাকাসহ এ এলাকায় তাপমাত্রাও বৃদ্ধি পাবে।