শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক:
ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে হয়েছে- FRVM (এফআর,ভিএম) বিষয়ের উপরে- “Windo Display” এক্সিবিশন। (এফআর,ভিএম) বিষয় শিক্ষকের নাম- মোঃ কিবরিয়া শামিম ( লেকচারাল – এফডিটি) উওরা ইউনিভার্সিটি। এক্সিবিশনে উপস্থিত ছিলেন- অধ্যাপক মোঃ ফারুক মাসুদ চেয়ারম্যান- উত্তরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ। সময় যত পরিবর্তন হয়েছে তার সাথে সাথে পোশাকেও এসে নতুন নতুন পরিবর্তন। এই সময় মুখি পরিবর্তনে – উওরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ দিচ্ছেন বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থা,যা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়াতে ব্যাপক ভূমিকা পালন করছে। উওরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের এক্সিবিশনে অংশগ্রহণ করেন অসংখ্যা মেধাবী শিক্ষার্থীরা। এদের মধ্যে ( গেমিং কার্ড বা তাঁশ ) নিয়ে ‘Windo Display’ তৈরী করে তাক লাগিয়ে দেয়, নজর কাড়ে সবার এবং এই দলটি “প্রথম স্হান'”অর্জন করেন ও যথাযথ পরিক্ষায় উত্তীর্ণ হয়। গ্রুপ সদস্য: ১/মো: শিমুল সিকদার,২/ সাদিয়া আক্তার,৩/রাজিব পাঠান -( ২৬ তম ব্যাচ), ৪/ মনিষা রহমান,(২২-তম ব্যাচ) ৫/ সৈকত রহমান, ৬/ সোহেল রানা-(২০ তম ব্যাচ)। শিক্ষার্থীরা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের পবিএ মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।