শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর উপজেলার দলিল লিখক সমিতির সভাপতি মোহাম্মদ শাহ্জাহান মন্ডলের সনদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শ্রীপুর দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডারগণ। (০২’ই এপ্রিল ২০২৩ইং) রবিবার, সকাল ১১ টায় শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় শ্রীপুর এস আর অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণি খোকা বলেন, বহিরাগত এক ব্যক্তির অভিযোগে কর্তৃপক্ষ এভাবে সনদ বাতিল করতে পারেনা। ২’য় বার তদন্তের রিপোর্ট এখনও ঝুলে আছে, আমরা সকল দলিল লিখকরা চাই, সেই রিপোর্ট অতি শীঘ্রই প্রকাশ করা হোক। সেই সাথে অন্যায়ভাবে বাতিল করা সনদ পুনর্বহালের দাবি জানাচ্ছি। মানববন্ধন ও বিক্ষোভ শেষে ভুক্তভোগী শাহ্জাহান মন্ডল বলেন, আমাকে কেন হেনস্তা করা হলো, অন্যায়ভাবে আমার সনদ কেন বাতিল করা হলো, আমার সনদের উপর আমার পরিবারের রিজিক নির্ভর করে, তাদের রিজিক কেন কেড়ে নেওয়া হলো, আমি অধিকতর তদন্ত সাপেক্ষে আমার সনদ পুনর্বহাল চাই।